• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নোরাকে কোলে তুলে নিয়ে রোমান্টিক গানে নাচলেন ডান্সগুরু টেরেন্স লুইন্স! নিমেষে ভাইরাল ভিডিও

এখন বলিউডের নয়া সেনসেশন নোরা ফাতেহি। তার নাচ এবং পারফেক্ট মুভসের যাদুতে কাত সারা বিশ্ব ব্রহ্মান্ড। ‘সাকি সাকি’ গানে নোরার সেক্সি উত্তেজক নাচ আজও মনে গেঁথে রয়েছে নেটবাসীর। তার রূপের দিক থেকেও চোখ ফেরানো দায়। নোরার আবেদনময়ী চাহনি আর এক্সপ্রেশনে ঘুম ওড়ার জোগাড় হয় পুরুষ ভক্তদের। চাতকের মতোই তারা অপেক্ষায় থাকেন কবে ফের নতুনভাবে দেখা দেবেন সাকি গার্ল।

সম্প্রতি ইন্ডিয়াস বেস্ট ডান্সার রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে বসেছেন জনপ্রিয় আইটেম সং দিলবর সাকি-খ্যাত নোরা ফতেহী৷ তার আবেদনময়ী চাহনি এবং উত্তেজক নাচে ফিদা বিশ্ব ব্রহ্মান্ড। এই শোয়ে নোরা ছাড়াও বিচারকের আসনে রয়েছেন আরও দুই তাবড় ডান্সার গীতা এবং টেরেন্স লুইন্স। এখন টেরেন্স এবং নোরা অনস্টেজ রসায়ন নিয়েই সরগরম পেজ থ্রির পাতা।

সম্প্রতি সালমান খান ও মাধুরীর গান ‘পহলা পহেলা প্যার হ্যায়’ গানে নেচে দর্শকদের মন জিতে নিয়েছেন টেরেন্স এবং নোরা। নোরার আসন্ন ডান্স ভিডিও ‘নাচ মেরি রানি’র প্রচারে এসেছিলেন নোরা। সেখানেই টেরেন্সের সাথে এই রোমান্টিক গানে পা মেলান নোরা। নাচের সময় নোরা সেজেছিলেন একটি সাদা পোশাকে, এমনকি টেরেন্সের রোমান্টিক এক্সপ্রেশনে লজ্জাও পেয়েছেন তিনি। তাদের এই অপূর্ব রোমান্টিক নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট পাড়ায়।

এদিকে সর্বভারতীয় চ্যানেলের ওই ডান্স রিয়েলিটি শোয়ে ইতিমধ্যেই নোরার জায়গায় ফিরে এসেছেন মালাইকা অরোরা। মালাইকা করোনা আক্রান্ত হওয়ার পর নোরা তাঁর জায়গায় ওই শোয়ে বিচারকের আসনে বসেছিলেন। এই কয়েকদিনের সুন্দর অভিজ্ঞতার কথা জানিয়ে মালাইকাকে ধন্যবাদ- ও জানিয়েছেন নোরা।

View this post on Instagram

Omg i loveee them soooo much together yaar ????? I want a Movie or a Song with them pleaseeeeee? @terence_here @norafatehi ?? • • • • • • • • • • • • • • • • • @norafatehi #norafatehi @norafatehimafia #ektohkumzindagani #dilbar #sakisaki #pepeta #pachtaoge #norafatehimafia #bollywood #deepikapadukone @deepikapadukone #aliabhatt @aliaabhatt #priyankachopra @priyankachopra #katrinakaif @katrinakaif #shraddhakapoor @shraddhakapoor #kimkardashian @kimkardashian #kendalljenner @kendalljenner #khloekardashian @khloekardashian @kourtneykardash #arianagrande @arianagrande #jacquelinefernandez @jacquelinef143 #shahrukhkhan @shahidkapoor #salmankhan @beingsalmankhan #hrithikroshan @hrithikroshan @justinbieber #selenagomez #norafatehimafia #TheNorianas #norafatehiglam #thenorianas #bellydance #oneyearofektohkumzindagani

A post shared by ???? ?????? ?????| ?????? ?? (@norafatehimafia) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥