• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেখতে পুচকে হলেও ট্যালেন্ট ভরপুর! টিভির পর্দা ছেড়ে এবার বড়পর্দায় আসছে ‘লাড্ডু’ সৌম্যদীপ্ত

বাংলা সিরিয়ালের ভিড়ে রিয়্যালিটি শো’গুলি (Reality Show) দর্শকদের একটি অন্য স্বাদ এনে দেয়। সেই কারণেই বিভিন্ন রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তাও হয় দেখার মতো। এমনই একটি জনপ্রিয় শো হল ‘ডান্স ডান্স জুনিয়র’ (Dance Dance Junior)। সদ্য শেষ হয়েছে এই শোয়ের তৃতীয় সিজন।

যারা নাচের একটি রিয়ালিটি শো’টি দেখতেন তাঁরা জানেন, এই শোয়ের বিশেষ আকর্ষণ ছিল দুই পুকছে সঞ্চালক উদিতা এবং লাড্ডু তথা সৌম্যদীপ্ত সাহা (Soumyadipta Saha)। এইটুকু বয়সেই তাঁদের সঞ্চালনা দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরাও। ইতিমধ্যেই ভালো রকমের ফ্যানবেস রয়েছে লাড্ডু (Laddu) এবং উদিতার।

   

Dance Dance Junior Laddu

এবার লাড্ডুর অনুরাগীদের জন্যই রয়েছে একটি সুখবর। জানিয়ে রাখি, সঞ্চালক হিসেবে দর্শকদের মন জয় করার পর এবার সিনেমায় অভিনয় করতে দেখা যাবে সৌম্যদীপ্তকে। জয়দীপ মণ্ডল পরিচালিত নতুন বাংলা সিনেমা ‘দিশাহীন মন আমার’এ দেখা যাবে তাঁকে।

যদিও এই প্রথম নয়, এর আগেও সিনেমায় অভিনয় করেছে খুদে সৌম্যদীপ্ত। ‘গুগলি’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখেছিলেন দর্শকরা। এবার ‘দিশাহীন মন আমার’এর মাধ্যমে ফের একবার বড়পর্দায় লাড্ডুকে দেখতে পাবেন দর্শকরা।

Dance Dance Junior Laddu, Soumyadipta Saha

জানিয়ে রাখি, জয়দীপ মণ্ডল পরিচালিত এই ছবিতে নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে দুই নতুন মুখকে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন রোহন গামামীর এবং ব্রততী পাল। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ‘ডান্স ডান্স জুনিয়র’এর লাড্ডু, শিশু শিল্পী অঙ্গীরা ভট্টাচার্য এবং ইউহান খানকে।

জানা গিয়েছে, ‘দিশাহীন মন আমার’এর গল্প আবর্তিত হবে অভি নামের এক শিশুকে ঘিরে। সে স্কুলের পড়াকালীন একটি দুর্ঘটনায় নিজের বাবা-মা’কে হারায়। এরপর থেকে রাস্তায় মাউথ অরগ্যান বাজিয়ে দিন কাটানো শুরু করে সে। ছোটবেলাতেই অভির সঙ্গে আলাপ হয় উচ্চবিত্ত এক পরিবারের মেয়ে অমৃতার। সে অভিকে পড়াশোনা সেখানো শুরু করে এবং অভি তাঁকে মাউথ অরগ্যান বাজানো শেখায়।

এরপর ধীরে ধীরে বড় হয় তাঁরা। অমৃতা পড়াশোনার জন্য পাড়ি দেয় বিদেশে। অপরদিকে একজন নিঃসন্তান দম্পতি সন্তান হিসেবে অভিকে দত্তক নেয়। এরপর অজান্তেই দু’জনে এক কলেজে ভর্তি হয়। এরপর গল্প কোনদিনে মোড় নেয় সেটাই দেখার।

site