জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রারিত অত্যন্ত জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হল ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। ডান্স বেসড এই রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তা নিয়ে সত্যিই নতুন করে কিছু বলার নেই। ‘ডান্স বাংলা ডান্স’ নিয়ে দর্শকদের মধ্যেই চিরকালই উত্তেজনা ও আগ্রহ তুঙ্গে থাকে। টিআরওই তালিকাও সেই কথাই প্রমাণ করে। এমনকি জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’ও টিআরপির নিরিখে ‘ডান্স বাংলা ডান্স’এর থেকে পিছিয়ে।
যদিও এই শোয়ের যেমন জনপ্রিয়তা রয়েছে, তেমনই মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর কটাক্ষও শুনতে হয়। সম্প্রতি যেমন জি বাংলার তরফ থেকে শোয়ের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মাধুরী দীক্ষিত এবং অনিল কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘বেটা’র গান ‘ধক ধক করনে লগা’য় (Dhak Dhak Karne Laga) নাচছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।
এই ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে দেদার ট্রোলিং (Trolled)। কেউ ‘ডান্স বাংলা ডান্স’এর বিচারক শুভশ্রী এবং সঞ্চালক অঙ্কুশের নাচের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার দাবি করেছেন, শোয়ের বিচারক বদলে দেওয়ার। সোশ্যাল মিডিয়া খুললেই এই নিয়ে নেটিজেনদের মতামত চোখে পড়ছে।
জি বাংলার তরফ থেকে শেয়ার করা প্রোমো দেখা যাচ্ছে, রানি কালারের একটি থ্রি পিস পরে রয়েছেন শুভশ্রী। অপরদিকে অঙ্কুশ পরেছেন, কমলা রঙের কোট-প্যান্ট এবং কালো রঙের শিমারি শার্ট। ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে টলিপাড়ার এই দুই নামী তারকার ‘ধক ধক করনে লগা’র ডান্স পারফরম্যান্স একেবারেই ভালোলাগেনি নেটিজেনদের একটি বৃহৎ অংশের। অনেকে তাঁদের ‘কার্টুন’ বলেও কটাক্ষ করেছেন।
একজন নেটাগরিক লিখেছেন, ‘এত বড় একটা রিয়্যালিটি শো। অথচ এখানে বিচারকই এত বাজে নাচ করছে। এরা আবার প্রতিযোগীদের কী শেখাবে! অবিলম্বে বিচারক হিসেবে যোগ্য ব্যক্তিকে নিয়ে আসা হোক’। আর একজনের আবার বক্তব্য, ‘দু’জনকেই কার্টুন মনে হচ্ছে’।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেও, শুভশ্রী ভক্তরা কিন্তু চুপ থাকতে নারাজ। টলি নায়িকার এক অনুরাগী যেমন লিখেছেন, ‘এসে গিয়েছে সব শুভদির নিন্দা করতে। এরা বোঝেও না, কোনও অনুশীলন ছাড়াই যা নাচ করছে তা এরা জন্মেও পারবে না। কিন্তু সমালোচনা করা চাই!’ প্রসঙ্গত উল্লেখ্য, ‘ডান্স বাংলা ডান্স’এর চলতি সিজনে ‘মহাগুরু’ হিসেবে মিঠুন চক্রবর্তী ফিরে এসেছেন। বিচারক হিসেবে রয়েছেন, শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়। যদিও গত কয়েক সপ্তাহ ধরে মৌনির জায়গায় পূজা ব্যানার্জিকে দেখা যাচ্ছে।