• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহাগুরু মিঠুনের বাঁশিতে দুর্দান্ত নাচ, শ্রীদেবীকে শ্রদ্ধার্ঘ্য ‘পান্তা ভাতের কুন্ডু’ দীপান্বিতার

গত মাসেই জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। দীর্ঘ ১০ বছর পর এই অনুষ্ঠানে মহাগুরু হয়েই ফিরে এসেছেন বলিউডের ডিস্কো কিং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শুধু তাই নয় চলতি মরশুমে এই নাচের অনুষ্ঠানের হাত ধরে বাংলার দর্শক ফিরে পেয়েছেন আরও একাধিক পুরনো নস্টালজিয়া।

চমকের শেষ নেই এখানেই। পুরনো নষ্টালজিয়াকে উস্কে দিয়েই এবছর এই নাচের মঞ্চে ফিরছেন ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর ‘পান্তা ভাতের কুন্ডু’ (Panta Bhater Kundu) খ্যাত দীপান্বিতা কুন্ডু (Dipanwita Kundu)। প্রতি সপ্তাহেই তাঁর দুর্দান্ত এক্সপ্রেশন আর নাচ দেখে মন ভরে যাচ্ছে বাংলার দর্শকদের।

   

জি বাংলা,Zee Bangla,ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,পান্তা ভাতের কুন্ডু,Panta Bhater Kundu),দীপান্বিতা কুন্ডু,Dipanwita Kundu,শ্রীদেবী,Sridevi,শ্রদ্ধার্ঘ,Tribute,ভাইরাল ভিডিও,Viral Video

প্রসঙ্গত খুব স্বাভাবিকভাবেই এত বছর পর  এখন আর সেই ছোট্টটি নেই আগের সেই পুঁচকে দীপান্বিতা। এখন বেশ বড় হয়ে গিয়েছেন তিনি। মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা এই খুদে শিল্পী এবছর ডান্স বাংলা ডান্সের  মঞ্চে প্রতিযোগী হয়ে অংশ নিয়েছেন।

জি বাংলা,Zee Bangla,ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,পান্তা ভাতের কুন্ডু,Panta Bhater Kundu),দীপান্বিতা কুন্ডু,Dipanwita Kundu,শ্রীদেবী,Sridevi,শ্রদ্ধার্ঘ,Tribute,ভাইরাল ভিডিও,Viral Video

শোয়ের মহাগুরু তথা দেশের অন্যতম  মেগাস্টার মিঠুন চক্রবর্তীর সাথে তাঁর রয়েছে আলাদাই বন্ডিং। বলতে গেলে দীপান্বিতাকে নিজের নাতনির মতোই স্নেহ করেন মিঠুন। ক্যামেরার সামনেও ধরা পড়ে তাঁদের সেই রসায়ন। যা প্রতি সপ্তাহেই ডান্স বাংলা ডান্সার মঞ্চে চুটিয়ে উপভোগ করেন দর্শকরাও।

জি বাংলা,Zee Bangla,ডান্স বাংলা ডান্স,Dance Bangla Dance,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,পান্তা ভাতের কুন্ডু,Panta Bhater Kundu),দীপান্বিতা কুন্ডু,Dipanwita Kundu,শ্রীদেবী,Sridevi,শ্রদ্ধার্ঘ,Tribute,ভাইরাল ভিডিও,Viral Video

সম্প্রতি ডান্স বাংলা ডান্সের মঞ্চে দেশের প্রথম মহিলা সুপারস্টার তথা প্রয়াত ডানসিং কুইন শ্রীদেবীকে সম্মান জানাতে শ্রীদেবী স্পেশাল একটি বিশেষ পর্বের আয়োজন করা হয়েছিল। সেখানেই মিঠুন চক্রবর্তীর সাথে শ্রীদেবী অভিনীত জনপ্রিয় সিনেমা ‘জাগ উঠা ঈশান’ এর ‘ম্যায় নাচু তু বানশি বাজা’ গানে দুর্দান্ত নাচ করতে দেখা গেল দীপান্বিতাকে।

বাঁশি হাতে তাঁকে যোগ্য সঙ্গত দিলেন খোদ মহাগুরু মিঠুন চক্রবর্তী। গতকাল রাতের এই পর্বের ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সকলেই প্রশংসা করেছেন দীপান্বিতার দুর্দান্ত এক্সপ্রেশনের।

site