• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ডান্স বাংলা ডান্স’-এর সেই ছোট্ট তাথৈ-কে মনে পড়ে? এখন কোথায় কি করছেন রইল বিস্তারিত 

Published on:

জি বাংলার অন্যতম জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো হল ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’ (Dance Bangla Dance junior)। একটা সময় ছিল যখন দর্শকরা এই শো দেখার জন্য সারা সপ্তাহ ধরে অপেক্ষায় থাকতেন। এই শোয়ের ছোট্ট সঞ্চালিকা তাথৈ কে মনে আছে নিশ্চই। একসময় এই শোয়ের সঞ্চালনা করতে দেখা যেত তাকে। তার ভালো নাম সরন্যা দেব (Saranya Deb)। তবে দর্শকদের কাছে তিনি তাথৈ (Tathoi) নামেই পরিচিত।

বাংলার অপর জনপ্রিয় শিশু শিল্পী অরিত্রর সাথেই এই শোয়ের সঞ্চালনা করতে দেখা যেত তাকে। এই শোতে মহাগুরু মিঠুন চক্রবর্তীর অত্যন্ত প্রিয় ছিলেন তাথৈ। তবে মাঝে পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটা বছর। সময়ের সাথে সাথে অরিত্রোর মতই এখন বেশ বড় হয়ে গিয়েছে সেদিনের সেই ছোট্ট তাথৈ। যদিও এখন তাকে আর টিভির পর্দায় দেখা যায় না। একটা সময় ডান্স বাংলা ডান্স ছাড়াও মিঠুন চক্রবর্তীর সাথে আরও একটি নাচের রিয়েলিটি শো এর সঞ্চালনা করেছিলেন ছোট্ট তাথৈ।

এই জনপ্রিয় রিয়েলিটি শো এর নাম ছিল ‘ধুম ধামাকা’। এরপর একাধিক ছবিতেও শিশুশিল্পী হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছিল তাথৈ কে। যার মধ্যে অন্যতম হলো ‘খোকাবাবু’,’প্রেম আমার’, ‘অগ্নি পরীক্ষা’, ‘চলো পাল্টাই’, ‘নীল রাজার দেশে’, ‘সব চরিত্র কাল্পনিক’ এমনই বেশ কয়েকটি সিনেমায়  শিশু শিল্পী হিসেবে তার অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের।

সে সময় অভিনয়ের জন্য তাকে একটি বিশেষ পুরস্কারও দেওয়া হয়েছিল। আর সেই পুরস্কারটি তিনি নিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের হাত থেকে। পরবর্তীতে একাধিক বিজ্ঞাপনের মুখ হিসেবেও দেখা গিয়েছিল তাথৈকে। জানা যায় এক সময় ডোন গাঙ্গুলীর কাছে ওড়িশি নাচেরও প্রশক্ষণ নিয়েছিলেন তাথৈ।

কিন্তু এখন আর ক্যামেরার সামনে তাকে দেখা যায় না। কারণ তার ইচ্ছা এবার ক্যামেরার পিছনে থেকে নিজের সিনেমা তৈরীর শখ পূরণ করবেন তিনি। জানা যায় ন্যাশনাল গেমস স্কুল থেকে পড়াশোনার পর কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভর্তি হয়েছিলেন তাথৈ। তারপর সেখান থেকে তিনি সোজা পাড়ি দিয়েছিলেন টরেন্টোতে।

সেখানেই ফিল্ম অ্যান্ড প্রডাকশন প্রোডাকশন নিয়ে পড়াশোনা করে এখন এসোসিয়েট প্রোডিউসার হিসাবে কাজ করছেন তিনি।আগামী দিনে তার ইচ্ছা নিজের দেশে ফিরে ছবি বানাবেন শখ পূরণ করবেন। আপাতত নতুন দেশে নতুন শহরে লেখালেখি এবং পরিচালনার কাজেই মন দিয়েছেনা তিনি। সেদিনের সেই তাথৈর বর্তমান বয়স এখন ২৪ বছর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥