করোনা সংক্ৰমণ রোধের জন্য লকডাউন ঘোষণার পর থেকেই দোকান পাঠের পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত মন্দির ও ধর্মস্থানগুলি। সেই সাথে ভক্তদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির (Dakhineshwar Temple)। তবে এবার ধীরে ধীরে অনেকটাই কমেছে করোনা সংক্ৰমণ। লকডাউন বিধিতেও মিলেছে কিছু ছাড়। এরই মাঝে আরও একটি খুশির খবর পাওয়া গেল। খুলে গেল দক্ষিনেশ্বেরের মা ভবতারিণীর মন্দির।
গত বৃহস্পতিবার জগন্নাথের স্নান যাত্রার দিনেই খুলেছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। আগের মত সময় থাকছে না মন্দির খোলার। যেমনটা জানা যাচ্ছে আপাতত সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে মন্দিয়ারের দরজা। এরপর সন্ধ্যারতির জন্য বিকেল তিনটের সময় ফের খোলা হবে মন্দিরের দরজা।
মন্দির খোলা হয়েছে ঠিকই, তবে মন্দিরের ভিতরে জমায়েত একেবারেই নিষিদ্ধ। করোনা বিধি মেনে আপাতত ২০ জন সর্বোচ্চ একত্রে মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর প্রবেশের সময় থাকছে থার্মাল চেকিং (Thermal Cheaking) থেকে শুরু করে শারীরিক পরীক্ষার ব্যবস্থা। অর্থাৎ চেকিং থার্মাল চেকিং আর স্যানিটিজেশন সেরে তবেই মন্দিরে ঢোকার অনুমতি পাবেন ভক্তরা।
করোনা কালে যাতে সংক্ৰমণ না ছড়াতে পারে ও ভিড় না বাড়ে মন্দির চত্বরে সেদিকে কড়া নজর থাকবে মন্দির কর্তৃপক্ষের। সাথে চলবে পূজা পাঠ। দীর্ঘদিন পর মন্দির খোলায় খুশি হয়েছেন অগণিত ভক্তগণেরা।
প্রসঙ্গত, রাজ্যে দ্বিতীয় দফা লকডাউনের সময় কড়া বিধি নিষেধ চালু হয়েছিল। যে কারণে গোটা রাজ্যের বিভিন্ন মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছিল মন্দিরের ভক্তদের প্রবেশ। বেলুড় মঠ, দক্ষিণেশ্বর থেকে শুরু করে মায়াপুরের ইসকন মন্দির সবই বন্ধ হয়েছিল একে একে। তবে ইসকন ও দক্ষিণেশ্বর খুললেও বেলুড় মঠ আপাতত বন্ধই থাকছে।