• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খাওয়ার দুধে মস্তিতে স্নান করছেন ডেয়ারি কর্মী, বন্ধ হল কারখানা

Published on:

রোজ বড়লোকদের কতরকম বিলাসিতা দেখতে পাই আমরা। তাদের বিলাসিতা, লাইফস্টাইল চলা ফেরা দেখলে চক্ষু ছানাবড়া হয়ে যায়। কখনও সখনও অভাবী চোখ গুলোরও সাধ হয় ইশ যদি আমরাও এমন পারতাম! কিন্তু তাতেই ঘটল বিপত্তি।

তুরস্কের এক ডেয়ারি সংস্থার এক কর্মী আয়েশ করে স্নান করছিলেন দুধের চৌবাচ্চায়। আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সাইবার পাড়ায়। আর তার এই শখই হল হাজতবাসের কারণ। খাওয়ার দুধে স্নান করার অভিযোগে গ্রেফতার করা হয় দুই ডেয়ারি কর্মীকে।

সম্প্রতি ভাইরাল এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ডেয়ারি কারখানার একটি দুধ ভর্তি চৌবাচ্চায় আয়েশ করে স্নান করছেন এক যুবক। কখনও মগে করে জল ঢালার মতোই মাথায় ঢালছেন দুধ।

এই ব্যক্তির স্নান করার ভিডিও ক্যামেরা বন্দী করছিলেন অন্য আরেকজন। পরে সেই ভিডিও দাপিয়ে বেড়াতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনার জেরে গ্রেফতার করা হয় ওই দুই যুবককে। সাময়িক ভাবে বিরাট অঙ্কের টাকা জরিমানা করে বন্ধ করে দেওয়া হয় কারখানাটিও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥