• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধুন্ধুমার অ্যাকশন, টানটান উত্তেজনা! ওটিটিতে সদ্য মুক্তিপ্রাপ্ত এই ৬ সিরিজ না দেখলেই বড় মিস

কোভিড পরবর্তী সময়ে দর্শকরা অনেক বেশি পরিমাণে ওটিটির (OTT) দিকে ঝুঁকেছেন। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলি এখন রাজত্ব করছে দর্শকমনে। দেশি-বিদেশি একাধিক সিরিজ (Web Series) রয়েছে এখানে। দর্শকরা নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারে যে কোনোটি। সদ্য যেমন নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইমে (Amazon Prime) রিলিজ করেছে একাধিক ধামাকেদার ওয়েব সিরিজ (Hindi Web Series)। অল্প কয়েকদিনেই দর্শকদের বিচারে সেরার তকমা আদায় করে নিয়েছে সেগুলি।

দাহাড় (Dahaad)- ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহার ডেবিউ সিরিজ ‘দাহাড়’র নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। জোয়া আখতার এবং রিমা কাগতির এই সিরিজে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাচ্ছে সোনাক্ষীকে। ২৯ জন মেয়ের খুন করা এক সিরিয়াল কিলারের খোঁজ করছেন ৩ জন পুলিশ অফিসার। সেই কাহিনীই দেখানো হচ্ছে ‘দাহাড়’এ। সোনাক্ষী ছাড়াও বিজয় ভার্মা, সোহম শাহ, গুলশন দেবাইয়া মতো তারকারা অভিনয় করেছে অ্যামাজন প্রাইমের এই সিরিজে।

   

Dahaad, Dahaad web series

জুবিলি (Jubilee)- টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডেবিউ হিন্দি ওয়েব সিরিজ হল ‘জুবিলি’। দর্শকদের দারুণ পছন্দ হয়েছে ‘জুবিলি’তে বুম্বাদার অভিনয়। চল্লিশ, পঞ্চাশের দশকে বম্বে টকিজের কাহিনী দেখানো হয়েছে এখানে। প্রসেনজিৎ ছাড়াও অ্যামাজন প্রাইমের এই সিরিজে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা, অদিতি রাও হায়দারির ওয়ামিকা গাব্বির মতো তারকারা।

Jubilee web series, Jubilee

তানাভ (Tanaav)- ‘ফৌদা’র রিমেক যে এত সুন্দর হবে তা কল্পনাও করেননি অনেকে! তবে ‘তানাভ’ পরিচালক সুধীর মিশ্রা নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। আরবাজ খান, মানব ভিজ, সুমিত কউল, রজত কাপুর অভিনীত এই সিরিজ দারুণ পছন্দ হয়েছে দর্শকদের। সোনি লিভে দেখতে পারেন ‘ফৌদা’র রিমেক ‘তানাভ’।

Tanaav, Tanaav web series

খাকিঃ দ্য বিহার চ্যাপ্টার (Khakee: The Bihar Chapter)- আপনার যদি পুলিশ-গ্যাংস্টারের কাহিনী দেখতে ভালোলাগে তাহলে ‘খাকিঃ দ্য বিহার চ্যাপ্টার’ আপনার জন্য একেবারে পারফেক্ট। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই সিরিজে আইপিএস অমিত লোঢা এবং গ্যাংস্টার চন্দন মাহাতোর কাহিনী দেখানো হয়েছে। নেটফ্লিক্সের এই সিরজে অভিনয় করেছেন করণ ট্যাকার এবং অবিনাশ তিওয়ারি।

Khakee The Bihar Chapter

রকেট বয়েজ ২ (Rocket Boys 2)- ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা এবং ডক্টর বিক্রম সারাভাইয়ের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিরিজ। বিজ্ঞান এবং বিজ্ঞান বিষয়ক জিনিসে যদি আপনার আগ্রহ থাকে তাহলে ‘রকেট বয়েজ’ আপনার পছন্দ হবেই। সোনি লিভের এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিম সরাভ এবং ঈশ্বক সিং।

Rocket Boys 2

ফর্জি (Farzi)- তালিকার সর্বশেষ নামটি হল শাহিদ কাপুরের ডেবিউ সিরিজ ‘ফর্জি’র। জাল নোট তৈরির কাহিনী দেখানো হয়েছে এই সিরিজে। শাহিদ ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, রাশি খান্না, কেকে মেননের মতো তারকারা।

Farzi, Farzi web series

অ্যামাজন প্রাইমের এই সিরিজ দর্শকদের দারুণ পছন্দ হয়েছে। সিরিজটি নির্মাণ করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’র নির্মাতাদ্বয় রাজ এবং ডিকে।