বিনোদন মূলক চ্যানেল মানেই সপ্তাহজুড়ে চলতে থাকে একের পর এক সিরিয়ালের মেলা। সন্ধ্যা নামতেই প্রত্যেক বাড়ির ড্রয়িং রুমেই বসে যায় পছন্দের সিরিয়ালের আসর। তবে একঘেয়ে সিরিয়াল দেখতে দেখতে সামান্য স্বাদ বদল করতেও ভালোবাসেন দর্শকরা। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই প্রতি সপ্তাহের শেষে দর্শকদের জন্য মনোরঞ্জনের ডালি নিয়ে হাজির হয়ে থাকেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।
সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি দাদাগিরির (Dadagiri) মঞ্চে এসে স্বয়ং সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা করার সুযোগ হাতছাড়া করেননা কেউই। দর্শকদের পছন্দের টিভি সিরিয়ালের চরিত্ররাও মাঝে মধ্যে আসেন দাদাগিরির মঞ্চে। আর দাদাগিরিতে এসে সামনা সামনি স্বয়ং মহারাজকে দেখে নিজেদের মনের ইচ্ছা পূরণ করতে হরেক রকমের প্রশ্ন করে থাকেন প্রতিযোগিরা।
এই তালিকায় রয়েছেন একাধিক সেলিব্রেটিরাও।সম্প্রতি ইনস্টাগ্রমে জি বাংলার অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে দাদাগিরির একটি ভিডিও। সেখানে দাদাগিরির মঞ্চে উপস্থিত জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐশ্বর্যর প্রশ্নের মুখে পড়েছিলেন স্বয়ং “প্রিন্স অফ ক্যালকাটা”। সঞ্চালক আসনে থাকা সৌরভকেও বেশ হাসি মুখেই উত্তর দিতে দেখা যায় সকল প্রশ্নের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দাদাগিরির এপিসোডের ওই টুকরো ভিডিও তে দেখা যাচ্ছে সৌরভকে একের পর এক ছোট ছোট বেশ কয়েকটি প্রশ্ন করে চলেছেন ঐশ্বর্য। ভিডিওতে দেখা যায় সৌরভকে প্রথমেই ঐশ্বর্য প্রশ্ন করে ‘দাদার জয়’ , উত্তরে সৌরভ বলেন সবার মতো কোভিড। এছাড়া ঐশ্বর্যর প্রশ্নের উত্তরে সৌরভ জানান দাদা হাসি খুশিই মানুষ।
এরপরই মজার ছলে সৌরভের কাছে ঐশ্বর্যর প্রশ্ন আসে “দাদার লোভ” সম্বন্ধে। যার উত্তরে হাত দিয়ে খাওয়ার ভঙ্গি করে মহারাজ বুঝিয়ে দেন আর ৫ জন বাঙালির মতোই তিনিও ভোজনরসিক। তাই “খাওয়া-দাওয়া”র প্রতিই লোভ রয়েছে তার। , অন্যদিকে “দাদার সঞ্চয়” প্রশ্নের উত্তরে তিনি বলেন “রেপুটেশন”।
View this post on Instagram