• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌরভ গাঙ্গুলি কে? দাদাগিরিতে খুদে প্রতিযোগীর প্রশ্ন শুনে চমকে গেলেন খোদ ‘দাদা’

Published on:

Dadagiri little contestant asks who is sourav ganguly

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হল ‘দাদাগিরি’ (Dadagiri)। একদশকের বেশি সময় ধরে চলে আসছে দাদাগিরি, তবুও একফোঁটাও কমেনি জনপ্রিয়তা। শোয়ের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন বাঙালিদের প্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। যেটা শোয়ের জৌলুস আরও বাড়িয়ে দিয়েছে। মঞ্চে মজার খেলা থেকে নানান অভিজ্ঞতা শেয়ার আর জমিয়ে আড্ডা হয়, যেটা দেখার জন্য অধীর আগ্রহে থাকেন দর্শকেরা।

দাদাগিরিতে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও হাজির হন। আর বাদ পরে না কচিকাঁচারাও, মাঝে মধ্যেই ছোটদের নিয়ে দাদাগিরিতে বিশেষ পর্ব দেখা যায়। সম্প্রতি এমনই একটি ছোটদের স্পেশাল পর্ব আয়োজন করা হয়েছিল। তবে সেখানে দাদা নয় বরং ছোটদের ছোড়া গুগলিতে নাজেহাল হেই গিয়েছেন সৌরভ নিজেই।

Who is Sourav Ganguly,Dadagiri,Sourav Ganguly,Little Participent in Dadagiri,Sourav Ganguly Schoked,দাদাগিরি,দাদাগিরিতে নববর্ষ,জি বাংলা দাদাগিরি,সৌরভ গাঙ্গুলি

আসলে শোতে মাঝেমধ্যেই প্রতিযোগীদের নানান প্রশ্নের উত্তর থেকে আবদার পূরণ করতে দেখা যায় দাদাকে। আর বাচ্চারা এলে তো আর কথাই নেই! খুদে প্রতিযোগিরাই বিসিসিআই সভাপতির উপরে দাদাগিরি চালায় রীতিমত। সাথে অদ্ভুত সমস্ত প্রশ্ন আর আবদার তো আছেই।

Who is Sourav Ganguly,Dadagiri,Sourav Ganguly,Little Participent in Dadagiri,Sourav Ganguly Schoked,দাদাগিরি,দাদাগিরিতে নববর্ষ,জি বাংলা দাদাগিরি,সৌরভ গাঙ্গুলি

সামনেই বাঙালিদের নববর্ষ, আর নববর্ষের আগেই একঝাঁক বাচ্চারা আসছে দাদাগিরির মঞ্চে সৌরভের সাথে খেলতে। সেখানেই খুদেদের প্রশ্নের মুখে পড়েছেন দাদা। এমন প্রশ্ন যেটা এর আগে কোনোদিনই শোনেননি তিনি। ভাবছেন কি এমন প্রশ্ন! তাহলে শুনুন, ‘কে সৌরভ গাঙ্গুলি?’ এই প্রশ্ন করে বসেছে দাদাগিরিতে আসা এক খুদে প্রতিযোগী। আর এই প্রশ্ন শুনে হাঁ হয়ে গিয়েছেন খোদ সৌরভ গাঙ্গুলিই।

প্রশ্ন শুনে একপ্রকার ধন্দে পরে গিয়েছেন দাদা নিজেও। কারণ খুদে প্রতিযোগীদের কাছে তিনি তো ‘দাদা’। দাদাগিরির সঞ্চালক হওয়ায় দাদা হিসাবেই পরিচিত খুদেদের কাছে। তাই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশ হিমশিম খেতে হয়েছে সৌরভকেও। খুইব শীঘ্রই এই বিশেষ পর্ব পর্দায় দেখা যাবে।

Who is Sourav Ganguly,Dadagiri,Sourav Ganguly,Little Participent in Dadagiri,Sourav Ganguly Schoked,দাদাগিরি,দাদাগিরিতে নববর্ষ,জি বাংলা দাদাগিরি,সৌরভ গাঙ্গুলি

প্রসঙ্গত, কিছুদিন আগেই একটা মন খারাপ করার মত খবরের ইঙ্গিত দিয়েছে সৌরভ গাঙ্গুলি। বর্তমানে দাদাগিরি সিজেন ৯ চলছে। কিন্তু এই সিজেন হয়তো খুব শীঘ্রই শেষের পথে। দাদা নিজেই একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আরেকটা সিজেন প্রায় শেষের দিকে’। অর্থাৎ ইঙ্গিতের মাধ্যমে দাদাগিরি শেষ হওয়ার কথাই বোঝাতে চেয়েছেন তিনি। তবে এই মুহূর্তেই শেষ হচ্ছে না দাদাগিরি। যেমনটা জানা যাচ্ছ আগামী মে মাস পর্যন্ত চলবে শুটিং, আর হয়তো জুন মাসেই ফিনালে হয়ে শেষ হবে দাদাগিরি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥