• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দাদাগিরির মঞ্চে শ্রাবন্তী, সৌরভের সাথে হোলি স্পেশাল পর্বে তুমুল নাচ ৪ নায়িকার, রইল ভাইরাল ছবি

Updated on:

Dadagiri Holi Special Srabanti Chatterjee Monami Oindrila Puja

বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মধ্যে অন্যতম দাদাগিরি (Dadagiri)। তাছাড়া ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) রয়েছে শোয়ের সঞ্চালনায়। যেটা দাদাগিরিকে আরও স্পেশাল করে তোলে। সম্প্রতি যান যাচ্ছে হোলি উপলক্ষে বিশেষ পর্বের আয়োজন হতে চলেছে দাদাগিরির মঞ্চে। যেখানে উপস্থিত থাকবেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chattejree)। অবশ্য তিনি এক নন, সাথে থাকবেন আরও একাধিক অভিনেত্রীরা।

হোলির এই বিশেষ পর্বে সৌরভের সাথে দাদাগিরির মঞ্চে উপস্থিত হবেন, শ্রাবন্তী চ্যাটার্জী, মনামী ঘোষ (Monami Ghosh), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ও পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Bannerjee)। যদিও মাঝে মধ্যেই তারকাদের দাদাগিরির মঞ্চে দেখা মেলে তবে এবারের ক্ষেত্রে সেটা আরও একটু স্পেশাল। হোলির দিনে রঙের উৎসবের মাঝেই দেখা মিলবে টলিউডের ৪ জনপ্রিয় অভিনেত্রীর।

Srabanti Chatterjee,Sourav Ganguly,Dadagiri,Monami Ghosh,Puja Banerjee,Oindrila Sen,দাদাগিরি,সৌরভ গাঙ্গুলি,শ্রাবন্তী চ্যাটার্জী,পূজা ব্যানার্জী,ঐন্দ্রিলা সেন,মনামী ঘোষ

হোলির দিনে আয়োজিত হচ্ছে বিশেষ পর্ব সুতরাং রঙের খেলা তো হবেই। মঞ্চে উপস্থিত অভিনেত্রীদের সাথে রঙের খেলায় মেতে উঠতে দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকেও। এছাড়াও এদিন দাদার সাথে নাচতেও দেখা যাবে  অভিনেত্রীদের। অবশ্য চার অভিনেত্রীদের পাশাপাশি দুই অভিনেতাদেরকেও দেখা যাবে এই বিশেষ পর্বে। একজন বিক্রম চট্টোপাধ্যায় ও আরেকজন সোমরাজ মাইতি।

Srabanti Chatterjee,Sourav Ganguly,Dadagiri,Monami Ghosh,Puja Banerjee,Oindrila Sen,দাদাগিরি,সৌরভ গাঙ্গুলি,শ্রাবন্তী চ্যাটার্জী,পূজা ব্যানার্জী,ঐন্দ্রিলা সেন,মনামী ঘোষ

এদিন ট্রাডিশনাল পাঞ্জাবির সাজে দেখা মিলেছে দাদা ও দুই অভিনেতাকে। আর শ্রাবন্তী ও পূজার দেখা মিলেছে শাড়িতে। শ্রাবন্তীর পরনে রয়েছে গাঢ় তুঁতে রঙের শাড়িতে আর পূজা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে পিঙ্ক রঙের শাড়িতে। এছাড়াও মনামীকে দেখা গিয়েছে  ঘাঘরা স্টাইলের হালকা নীলচে সবুজ রঙের পোশাকে।

Srabanti Chatterjee,Sourav Ganguly,Dadagiri,Monami Ghosh,Puja Banerjee,Oindrila Sen,দাদাগিরি,সৌরভ গাঙ্গুলি,শ্রাবন্তী চ্যাটার্জী,পূজা ব্যানার্জী,ঐন্দ্রিলা সেন,মনামী ঘোষ

যেমনটা জানা যাচ্ছে আগামী ২০ই মার্চ টিভির পর্দায় দেখা যাবে এই বিশেষ পর্বের। এই বিশেষ পর্বের বেশ কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। যেখানে  দেখা যাচ্ছে রঙের উৎসবের এই বিশেষ পর্বের নাম দেওয়া হয়েছে, ‘রাঙিয়ে দিয়ে যায়’। যা দেখে বিশেষ এই পর্বের জন্য আরও উৎসাহ বেড়ে গিয়েছে দর্শকদের মনে। আসলে চার অভিনেত্রীর সাথে দাদার নাচ তো আর রোজ রোজ দেখা যায় না!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥