অবশেষে যাত্রা শেষ হল দাদাগিরি সিজন ৯ (Dadagiri Season 9)-এর। গতকালই টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে শেষ পর্ব। নাচে, গানে, আড্ডায় জামাই ষষ্ঠীর সন্ধ্যায় জমে উঠেছিল বাঙালির রবিবাসরীয় আড্ডা। কিছুদিন আগেই কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হয়েছিল সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) দাদাগিরি আনলিমিটেড এই অন্তিম পর্বের অনুষ্ঠান।
চূড়ান্ত পর্বে দাদাগিরিতে অংশ নিয়েছিল বাঁকুড়া, দার্জিলিং, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা,পশ্চিম বর্ধমান, সহ বীরভূম জেলা। একের পর এক সৌরভ গাঙ্গুলীর কঠিন, কঠিন সব প্রশ্নের উত্তর দিয়ে সদ্য সমাপ্ত সিজন ৯-এর এবছর ট্রফি জিতে নিয়েছে বীরভূম জেলা। শেষ রাউন্ডে,একে অপরকে কড়া টক্কর দিতে দেখা যায় দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূম জেলা কে।
অন্তিম রাউন্ডের শেষ প্রশ্নে উভয় দলই সঠিক প্রশ্নের উত্তর দেয়। কিন্তু মঈনুদ্দিন (Mainuddin) এবং তার দল আগে থেকেই ৬২ পয়েন্ট পেয়ে এই প্রতিযোগিতায় এগিয়ে ছিলেন। তাই শেষ পর্যন্ত টিম দক্ষিণ ২৪ পরগণা ৫০ পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছিল এবং কলকাতা ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রানার আপ হয়। এদিন বীরভূমের (Birbhum) এই জয় লাভের অন্যতম মূল কান্ডারি ছিলেন মঈনুদ্দীন।
চোখে দেখতে না পেলেও নিজের তুখোড় বুদ্ধির জোরেই ক্যাপ্টেনস রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য একটি ফ্ল্যাটও জিতেছেন মঈনুদ্দিন। বিশেষ ভাবে সক্ষম রাজ্যের যুবকের জয়লাভে তাঁর নিজের মায়ের মতোই চোখের জল ধরে রাখতে পারেননি রাজ্য বাসীও। মঈনুদ্দিনকে ফ্লাটের চাবি তুলের দেওয়ার মুহুর্তে শো হোস্ট সৌরভ মঞ্চে ডেকে নেন মঈনুদ্দিনের মাকে।
এছাড়া এদিন টিম বীরভূমের হয়ে খেলার জন্য পুরস্কার হিসেবে একটি গাড়ি পেয়েছিলেন এহসান নামের এক তরুণ প্রতিভা। তিনিই হয়েছেন এই মরসুমের সর্বোচ্চ স্কোরার। এদিন দাদাগিরির এই গ্রান্ড ফিনালে তে মঞ্চ মাতাতে হাজির হয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী সহ টেলিভিশন দুনিয়ার একঝাঁক তারকা।