• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যে যাই বলুক আমার বড় মাছই চাই! কাকের বায়নার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

Published on:

রোজকার হাজারো ভিডিওর মধ্যে কিছু ভিডিও এমন হয় যেগুলি নেটদুনিয়াতে ভাইরাল হয়ে যায়। ভাইরাল এই সমস্ত ভিডিও গুলিতে মানুষ থেকে পশুপাখি সকলের কত রকমের কান্ড কারখানার দর্শন পাওয়া যায়। এবার এক কাক মশাইয়ের কান্ড কারখানা ভাইরাল হয়েছে। অবশ্য ভাইরাল হবার যথেষ্ট কারণ রয়েছে। কাকটির কান্ড জ্ঞান দেখলে আপনি হয়রান হয়ে যাবেন।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে এক কাককে। কাকটি এক মাছ বিক্রেতার কাছে গিয়ে তার মাছের পাশে দাঁড়িয়ে আছে মাছ খাবার তালে। মাছ বিক্রেতা এই দেখে কাকটিকে একটি ছোট মাছ দিতে চায়। কিন্তু এ কি! ছোট মাছ চলবে না কাক মশাইয়ের। ছোট মাছ দেওয়া হয়েছে বলে রাগের মাথায় মাছ সরিয়ে দিলেন কাক মশাই।

এরপর ওই মাছ বিক্রেতা তাকে আরো একটি মাছ দেয়, কিন্তু সেটিও নিতে অস্বীকার করে কাকটি। এরপর মাছ বিক্রেতার পাশে  থাকা কেউ একজন কাকটিকে জিজ্ঞাসা করেন  কেমন মাছ খুঁজছে সে। দোকানদার তখন বলেন ওনার ছোট মাছে হবে না বড় মাছ  চাই। শেষে কাকটিকে বড় মাছ  দিলে মহানন্দে বড় মাছটিকে মুখে নিয়ে উড়ে পালায় কাকটি। মজার এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন কেউ একজন।

ভারতীয় বনদফতরের এক কর্মকর্তা সুশান্ত নন্দ তার টুইটারে এই মজার ভিডিওটি শেয়ার করেছেন। শেয়ার করা মাত্রই ধীরে ধীরে ভাইরাল হয়ে পড়েছে কাকের এই মজার ভিডিও। ভিডিওটি শেয়ার করে সুশান্ত লিখেছেন,’ বুদ্ধি ছাড়া উচ্চাকাঙ্খা, ডানাহীন পাখির মত। এই কাকটির আরো বড় জিনিসের উচ্চাকাঙ্খা রয়েছে’। ইতিমধ্যেই ১২ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। সাথে নিজেদের মন্তব্য জানিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥