• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আস্ত এক কচ্ছপকে খেতে গিয়ে নাজেহাল কুমির, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Published on:

ভাইরাল ভিডিও crorodile trying to eat turtle viral video

বন্য পশুদের মধ্যে বহু হিংস্র প্রাণী রয়েছে। আর এই সমস্ত হিংস্র প্রাণীদের মধ্যে অন্যতম হল কুমির। কুমিরের নাম শুনেই অনেকে ভয়ে সিঁটিয়ে যায়। বাচ্চারা তো চিড়িয়াখানাতে কুমির ডেকে ভয় পেয়ে যায়। আবার অনেক বাচ্চা টিভির পর্দায় তথা সোশ্যাল মিডিয়াতে কুমিরের ভাইরাল ভিডিও (Viral Video) দেখতে বেশ পছন্দ করে। যদিও চোখের সামনে কুমির এলে আর রক্ষা নেই। ডিসকভারির মত চ্যানেল দেখে সকলেই কমবেশি জানি যে কুমিরের দাঁতের শক্তি কি পরিমান।

বনের মধ্যে ছোট পশুপাখি থেকে শুরু করে, বনের রাজা বাঘ সিংহকেও খেয়ে ফেলে কুমির। এছাড়াও জলাশয়ে ঘাপটি মেরে থাকা কুমির জলাশয়ে জল খেতে আসা হরিণ থেকে গরু মোষ সকলকেই নিজের শিকার বানিয়ে নেয়। সম্প্রতি কুমিরেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে এক বিশাল কুমিরকে দেখা যাচ্ছে। আর সেই বিশালাকার কুমিরকি একটা আস্ত কচ্ছপকে খাবার চেষ্টা করছে।

ভাইরাল ভিডিও crorodile trying to eat turtle viral video

কচ্ছপটি যদিও পূরণ বয়স্ক নয়, তাকে মুখের মধ্যে নিয়ে চিবোতে শুরু করে কুমির। কিন্তু চিবোতে যাওয়া মাত্রই কুমিরের মুখ থেকে ছিটকে বেরিয়ে যায় কচ্ছপটি। এরপর সুযোগ বুঝে পালিয়ে যায় কচ্ছপটি। আসলে কুমিরটি কচ্ছপটিকে খেতে ব্যর্থ হয়ে গিয়েছিল। আর এই গোটা ঘটনার ভিডিওই নাভীদ ট্রামবু নামের এক ব্যক্তি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া মাধ্যম টুইটারে।

শেয়ার হবার পর থেকে এ পর্যন্ত ৫২ হাজারেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি। কুমিরের শক্তিশালী দাঁতের হাত থেকে কিভাবে এই ছোট্ট কুমির বেঁচে গেল তা দেখে অনেকেই অবাক হয়েছেন। আবার অনেকে ছোট্ট কুমিরের আত্মবিশ্বাস ও সাহসের প্রশংসাও করেছেন। কচ্ছপটি ঠিক  সময়ে না পালালে  হয়তো কুমিরের পেতেই চলে যেত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥