ভারতে ছোট থেকে বড় সকলেই ক্রিকেটের দিওয়ানা। আর ক্রিকেট (Cricket) ভক্তদের কাছে গৌতম গম্ভীর (Gautam Gambhir) নাম খুবই পরিচিত। বর্তমানে রাজনীতিতে যোগ দিয়েছেন এই বিখ্যাত ক্রিকেটার। ক্রিকেটের মাঠে দুর্দান্ত ব্যাটিং পারফর্মেন্স দেখিয়ে গ্যালারি ভর্তি মানুষদের মন জিতে নিতেন। ঠিক তেমনই রাজনীতির মাঠেও এবার ছক্কা হাঁকালেন গৌতম গম্ভীর।
রাজনীতিতে অনেকে এমন মানুষ আছে যারা গরিবদের জন্য কিছু করতে চান। এবার সেই ব্যক্তিত্বদের মধ্যে আরো এক নতুন নাম জুড়ল। বিখ্যাত ক্রিকেটার তথা পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বৃহস্পতিবার গৌতম তাঁর নির্বাচনী এলাকার গান্ধী নগর বাজারে একটি ‘এক আশা জন রসোই (Ek Asha Jan Rasoi)’ উদ্বোধন করেছেন। এটি আসলে গরিব ও দুস্থ মানুষদের সাহায্যার্থে খোলা একটি কমিউনিটি কিচেন। যেখানে প্রায় বিনামূল্যে মিলবে খাবার।
শুনলে হয়তো চমকে যাবেন, এই ‘জন রসোই’ এ মাত্র ১ টাকার বিনিময়ে মিলবে পেট ভর্তি খাবার। গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই প্রকল্পের নাম দিয়েছেন ‘এক আশা জন রসোই (Ek Asha Jan Rasoi)’। যেমনটা জানা যাচ্ছে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ৩ টে পর্যন্ত খোলা থাকবে এই ‘এক আশা জন রসোই’।
গৌতম গম্ভীর প্রথমে দিল্লির গান্ধী নগরে এই প্রকল্পের শুরু করলেও আরো এই ধরণের ‘জন রসোই’ তৈরির আশা প্রকাশ করেছেন তিনি। সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এর মতে তিনি আরো ১০টি বিধানসভা কেন্দ্রে এই ধরণের কমিউনিটি কিচেন খুলতে চান। আর জানলে অবাক হবেন, এই কমিউনিটি কিচেনের সম্পূর্ণ খরচ গৌতম গম্ভীর নিজে বহন করছেন। এই প্রকল্পের জন্য কোনো রকম সরকারি সাহায্য নেননি তিনি।
Delhi: BJP MP Gautam Gambhir inaugurates 'Ek Asha Jan Rasoi' in Gandhi Nagar. Gautam Gambhir Foundation will provide food at Re 1 through this community kitchen.
"We want that no one should sleep on an empty stomach. We'll open 5-6 more kitchens like this in Delhi soon," he said pic.twitter.com/7282VLoCxI
— ANI (@ANI) December 24, 2020