• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাইক চালাচ্ছে গরু! ভাইরাল ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়

সত্যি আজব এ পৃথিবী! কখন যে কি হয় আর কেনই বা হয় তা বলা খুব মুশকিল। বিশেষ করে আজকাল যখন তখন অসম্ভব কিছু ঘটে যায়। যা হয়তো সোশ্যাল মিডিয়াতে না থাকলে সকলে জানতেও পারতো না। ইন্টারনেট আর সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগে ছোট থেকে বড় যে কোনো ঘটনা ঝটপট ভিডিও করে শেয়ার হলেই তা ভাইরাল ভিডিওতে (Viral Video) পরিণত হতে বেশি সময় লাগে না। আর এই সমস্ত ভাইরাল ভিডিও দেখে কখনো হাসতে হাসতে পেতে খিল ধরে যায় তো কখনো আবার অবাক হয়ে যেতে হয়।

সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে। কখনো হাসি মজার ভিডিও তো কখনো আবার অসাধারণ সমস্ত প্রতিভার ভিডিও। যেমন কেউ একজন শুধুমাত্র গলার সাহায্যেই নানান পশুপাখিদের আওয়াজ করে শোনায়, তো কখনো আবার লোক হাসানোর উদেশ্যে মজাদার সমস্ত প্রাঙ্ক ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে।

   

আচ্ছা গল্পের গরু গাছে ওঠে একথা নিশ্চই অনেকেই শুনেছেন! কিন্তু এযুগে গল্পের গরু গাছে নয় বাইকেও ওঠে। আর বাইকে উঠে দিব্যি বাইক চালাতেও পারে গরু তাও বাস্তবে! তাহলেই ভাবুন। এমন এক অদ্ভুত কাণ্ডেরই ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ভাইরাল ভিডিও Viral Video Cow Bike

ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ধরে দাঁড়িয়ে থাকা একটি বাইকে চড়ে বসেছে গরু। এরপর গরুর ঠেলায় এগোতে থাকে গাড়ি। যদিও গাড়িতে আসলে চালাতে পারেনি গরুটি কিছুক্ষন পরেই গাড়িটি পরে যায়। আর গরুর এই কীর্তির ভিডিও ক্যামেরাবন্দি করে শেয়ার করেছেন এক ব্যক্তি। শেয়ার হবার পর থেকেই ধীরে ধীরে ভাইরাল ভিডিওতে পরিণত হয়েছে ভিডিওটি।

site