• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টুকে টুকেই চলছে! TRP লিস্টে ফার্স্ট গাঁটছড়াকে টেক্কা দিতে জি বাংলাতেও আসছে তিন বোনের গল্প

গত কয়েক সপ্তাহে TRP লিস্টে বড়সড় পরিবর্তনে প্রায় মুখ থুবড়ে পড়েছে জি বাংলা। এতদিন পর্যন্ত দীর্ঘ সময় ধরে বাংলার টপে ছিল মিঠাই ধারাবাহিকটি। কিন্তু গত দুই সপ্তাহ ধরে মিঠাইয়ের ফলাফল বেশ খারাপ। একবার তো ১ থেকে সোজা ৫ এ নেমে গিয়েছিল মিঠাই। আর সদ্য কয়েকদিন শুরু হয়েই টিআরপি তালিকায় এক্কেবারে বাজিমাত করেছে সোলাঙ্কি রায় এবং গৌরব চ্যাটার্জি অভিনীত ধারাবাহিক ‘গাঁটছড়া’।

এবারের টিআরপি তালিকায় আবারও সেরার শিরোপা পেল ষ্টার জলসার গাঁটছড়া। এ সপ্তাহে ১০.২ পয়েন্ট পেয়েছে ঋদ্ধিমান ও খড়ির কাহিনী ‘গাঁটছড়া’। যেখানে মিঠাই পেয়েছে ৯.৪ পয়েন্ট আর গাঁটছড়ার ঠিকই পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে সকলের প্রিয় মিঠাইরানী। এই পরিবর্তনেই বোধ হয় নড়েচড়ে বসেছেন জি বাংলার ধারাবাহিক নির্মাতারা।

   

Star Jalsha,zee bangla,gnarchora,khori,solanki roy,trp,new serial,গাঁটছড়া,জি বাংলা,খড়ি,টিআরপি,সোলাঙ্কি রায়,স্টার জলসা

সেই কারণেই হয়ত ‘গাঁটছড়ার’ অনুকরণে তিন বোনের গল্প নিয়ে জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক। এদিকে প্রথম স্থান দখল করতে না পারলেও জি বাংলার আরও দুই ধারাবাহিল পিলু, এবং লক্ষ্মী কাকিমা সুপারস্টার কিন্তু TRP তালিকায় বেশ ভালোই ফলাফল করেছে।

Star Jalsha,zee bangla,gnarchora,khori,solanki roy,trp,new serial,গাঁটছড়া,জি বাংলা,খড়ি,টিআরপি,সোলাঙ্কি রায়,স্টার জলসা

তবে শোনা যাচ্ছে, জি বাংলাত নতুন আসন্ন সিরিয়ালে তিন বোনের চরিত্রে অভিনয় করবেন সুকন্যা বসু (Sukanya Basu), সোহিনী বন্দ্যোপাধ্যায় (sohini Banerjee), সৌমী চট্টোপাধ্যায় (Soumi Chatterjee)। আর এই সিরিয়াল প্রযোজনা করছেন ফ্রেন্ডস কমিউনিকেশনের কর্ণধার ফিরদৌসল হাসান । অভাবের সংসারে তিন বোন চপ ভেজে সংসার চালাবে। তবে শুরুর আগেই বেজায় বিতর্কের মুখে পড়েছে এই আসন্ন ধারাবাহিক।

Star Jalsha,zee bangla,gnarchora,khori,solanki roy,trp,new serial,গাঁটছড়া,জি বাংলা,খড়ি,টিআরপি,সোলাঙ্কি রায়,স্টার জলসা

গাঁটছড়াকে নকল করার অভিযোগও উঠেছে এই ধারাবাহিকের বিরুদ্ধে। গাঁটছড়া’-র প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট-এর কর্ণধার স্নিগ্ধা বসু নাম উল্লেখ না করে জানিয়েছেন, নকল করার মানে একই গল্প দর্শকদের দেখিয়ে বোর করে দেওয়া, এতে সিরিয়ালের মান পড়ে যায়। আর চ্যানেলেরও ক্ষতি হয়।