• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমা, থেকে অভিনেতা অভিনেত্রী কারা পেলেন বর্ষসেরা শিরোপা, রইল সম্পূর্ণ তালিকা

সম্প্রতি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের (Dadasaheb Phalke International Film Festival Awards 2022)আয়োজন হয়েছিল। প্রতিবছর এই মঞ্চে বছরের সেরা ছবি থেকে অভিনেতা অভিনেত্রী  পরিচালকদের পুরস্কৃত করা হয়। সিনেমার জগৎকে যারা নিজেদের কাজ দিয়ে আরও সমৃদ্ধ করে তোলেন তাদের হাতে  স্বীকৃতিরূপে তুলে দেওয়া হয় এই পুরস্কার। ভারতীয় চলচ্চিত্রের হাগতে এটাই সর্বোচ্চ পুরস্কার। রবিবার আয়োজিত হল দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ২০২২।

যারা এই সাহেব ফালকে অ্যাওয়ার্ড পান তাদের ভারত সরকারের তরফ থেকেও স্বর্ণ কমল পদক দেওয়া হয়। সাথে নগদ দশ লক্ষ টাকা দেওয়া হয়। এব্বচর এই অনুষ্ঠানে বর্ষীয়ান শিল্পী থেকে শুরু করে একাধিন নবীন তারকাদের পুরস্কৃত করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কে কে পেল এই সেরার সেরা পুরস্কার।

   

Dadasaheb Phalke International Film Festival Awards 2022,Dadasaheb Phalke Award,Asha Parekh,Ranveer Singhn,Kriti Shanon,Ken Ghosh,Sardar Udham,Sidharth Malhotra,Kiara Advani,Ayush Sharma,Majon Bajpaye,best Actor,Best actress,Best critic film,Film of the year 2022,দাদাসাহেব ফালকে পুরস্কার,দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড,সেরা অভিনেতা,সেরা অভিনেত্রী,সিদ্ধার্থ মালহোত্রা,কৃতি শ্যানন,রণবীর সিং,মনোজ বাজপায়ী,আশা পারেখ

এদিন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখকে ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের পুরস্কৃত করা হয়। এদিন নীল রাঙা শাড়ি পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী। এরপর বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীদেরকে তাদের অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে। সেই ৬০ ৭০ এর দশক থেকে ভারতীয় সিনেমায় রয়েছেন তিনি। সেই সময়ে তিনিই ছিলেন বলিউডের ”হিট গার্ল’। সাথে তার পারিশ্রমিক ছিল সমকালীন অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক।

‘৮৩’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বলিউডের রণবীর সিং। ছবিতে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের কাহিনী তুলে ধরা হয়েছিল এই ছবিতে। আর ‘মিমি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কৃতি শ্যানন। ছবিটি একটি মারাঠি ছবি ‘মালা আই ভ্যাচি’ এর হিন্দি রিমেক। ২০১১ সালে মারাঠি ছবিটি রিলিজ হয়েছিল এর ১০ বছর পর অনলাইনে মুক্তি পায় ‘মিমি’। যেখানে সারোগেট মায়ের কাহিনী তুলে ধরা হয়েছে।

Dadasaheb Phalke International Film Festival Awards 2022,Dadasaheb Phalke Award,Asha Parekh,Ranveer Singhn,Kriti Shanon,Ken Ghosh,Sardar Udham,Sidharth Malhotra,Kiara Advani,Ayush Sharma,Majon Bajpaye,best Actor,Best actress,Best critic film,Film of the year 2022,দাদাসাহেব ফালকে পুরস্কার,দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড,সেরা অভিনেতা,সেরা অভিনেত্রী,সিদ্ধার্থ মালহোত্রা,কৃতি শ্যানন,রণবীর সিং,মনোজ বাজপায়ী,আশা পারেখ

বছরের সেরা ছবি হিসাবে পুরস্কৃত হয়েছে অল্লু অর্জুনের ছবি  ‘পুষ্পা দ্য রাইস’। এছাড়াও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত  ‘শেরশাহ’ ছবিটিও সেরা ছবির পুরস্কার পেয়েছে। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কেন ঘোষ ‘স্টেজ অফ সেইজ: টেম্পল অ্যাটাক’ ছবির জন্য।

Dadasaheb Phalke International Film Festival Awards 2022,Dadasaheb Phalke Award,Asha Parekh,Ranveer Singhn,Kriti Shanon,Ken Ghosh,Sardar Udham,Sidharth Malhotra,Kiara Advani,Ayush Sharma,Majon Bajpaye,best Actor,Best actress,Best critic film,Film of the year 2022,দাদাসাহেব ফালকে পুরস্কার,দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড,সেরা অভিনেতা,সেরা অভিনেত্রী,সিদ্ধার্থ মালহোত্রা,কৃতি শ্যানন,রণবীর সিং,মনোজ বাজপায়ী,আশা পারেখ

পার্শ্ব চরিত্রের তারকাদের মধ্যে সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছেন সতীশ কৌশিক ও সেরা পার্শ্ব অভিনেত্রী হিসাবে পুরস্কার পেয়েছেন লারা দত্ত। অন্তিম ছবির জন্য সেরা খলনায়ক পুরস্কার দেওয়া হয়েছে আয়ুষ শর্মাকে। এছাড়াও সেরা ক্রিটিক ছবি হিসাবে পুরস্কৃত হয়েছে ‘সর্দার উধম’ ছবিটি। আর ক্রিটিক অভিনেতা হিসাবে সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী হিসাবে কিয়ারা আডবাণী পুরস্কার পেয়েছেন।

Dadasaheb Phalke International Film Festival Awards 2022,Dadasaheb Phalke Award,Asha Parekh,Ranveer Singhn,Kriti Shanon,Ken Ghosh,Sardar Udham,Sidharth Malhotra,Kiara Advani,Ayush Sharma,Majon Bajpaye,best Actor,Best actress,Best critic film,Film of the year 2022,দাদাসাহেব ফালকে পুরস্কার,দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড,সেরা অভিনেতা,সেরা অভিনেত্রী,সিদ্ধার্থ মালহোত্রা,কৃতি শ্যানন,রণবীর সিং,মনোজ বাজপায়ী,আশা পারেখ

দর্শকের বিচারে সেরা অভিনেতা অভিনেত্রী হিসাবে পুরস্কৃত হয়েছেন অভিমন্যু দেশাই ও রাধিকা মদন। আর নবাগত অভিনেতা হিসাবে আহঃ শেট্টিও পুরস্কৃত হয়েছেন। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজের জন্যও পুরস্কার রয়েছে। ‘ফ্যামিলিম্যান ২’ এর যে অন্য সেরা ওয়েব অভিনেতার পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী। আর ‘আরণ্যক’ এর জন্য সেরা ওয়েব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রবিনা ট্যান্ডন।

site