দীর্ঘ ৭ মাসের অপেক্ষা শেষে ‘ইন্ডিয়ান আইডল ১৩’র (Indian Idol 13) খেতাব জিতলেন ঋষি সিং (Rishi Singh)। শুরু থেকেই নিজের দুর্দান্ত গায়কীর মাধ্যমে বিচারক থেকে শুরু করে সম্পূর্ণ ভারতের মন জয় করেছিলেন অযোধ্যার এই ছেলে। অনেকে আগে থেকেই বলেছিলেন, এই বছর খেতাব ঋষিই জিতবেন। রবিবার সেই ভবিষ্যদ্বাণী সত্যি করে ট্রফি সহ একাধিক পুরস্কার (Prize) বাড়ি নিয়ে গেলেন তিনি।
গত বছর জুলাই মাস থেকে শুরু হয়েছিল ‘ইন্ডিয়ান আইডল ১৩’র পথচলা। জুলাই মাসে শোয়ের অডিশন পর্ব চলেছিল। এরপর সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় সম্প্রচার। সারা দেশের একাধিক প্রতিভাবান গায়ক-গায়িকারা অংশগ্রহণ করেছিলেন শোয়ে। শেষ পর্যন্ত সবাইকে টেক্কা দিয়ে বিজয়ীর শিরোপা জিতলেন (Indian Idol 13 winner) বিরাট কোহলির প্রিয় ঋষি।
সদ্য সমাপ্ত ‘ইন্ডিয়ান আইডল’এ কলকাতা থেকেও প্রচুর সঙ্গীতশিল্পী সুযোগ পেয়েছিলেন। ফাইনালে টপ ৬’এর মধ্যে ৩জনই ছিলেন তিলোত্তমার। শেষ দুইয়ের লড়াইটা ছিল অযোধ্যার ঋষি এবং কলকাতার দেবস্মিতার মধ্যে। তবে ভারতবাসীর ভোটে বিজয়ীর খেতাব জেতেন ঋষি।
যদিও শুধুমাত্র ট্রফিই নয়, আরও বহু পুরস্কার জিতেছেন ‘ইন্ডিয়ান আইডল ১৩’র বিজয়ী। সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে ২৫ লাখ টাকার পুরস্কার দেওয়া হয়েছে ঋষিকে। এছাড়াও একটি নামী ব্র্যান্ডের লাক্সারি গাড়িও জিতেছেন তিনি। খালি হাতে বাড়ি যাননি শোয়ের বাকি ফাইনালিস্টরাও।
দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী দেবস্মিতা এবং চিরাগ একটি করে ট্রফি এবং ৫ লাখ টাকা করে পুরস্কার পেয়েছেন। চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারী বিদীপ্তা ও শিবম পেয়েছেন ৩ লাখ টাকার চেক। এছাড়াও শোয়ের ৬ জন ফাইনালিস্ট ১ লাখ টাকার পুরস্কারমূল্য সহ আরও বহু পুরস্কার পেয়েছেন।
অপরদিকে ‘ইন্ডিয়ান আইডল ১৩’র খেতাব জেতার পর ঋষি বলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমি ‘ইন্ডিয়ান আইডল ১৩’র ট্রফি জিতেছি। সেই অনুভূতিটা অবিশ্বাস্য ছিল। এই সিজনের বিজেতা হিসেবে যখন আমার নাম ঘোষণা করা হয় সেই মুহূর্তটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। এত সম্মানীয় শোয়ের বিজয়ী হওয়াটা আমার কাছে সত্যিই ভীষণ গর্বের’।