• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের কোলে ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে খুদে ! এত নিরাপত্তার পরেও ফাঁস ভারতী সিংয়ের ছেলের ছবি

Bharti Singh Becaming mother next month

দিন কয়েক আগেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কমেডি ক্যুইন ভারতী সিং (Bharti singh), বাড়িতে থাকা বা পাপারাজ্জিদের চোখ থেকে দূরে থাকার পরিবর্তে, ভারতী একেবারে গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত ছিলেন ক্যামেরার সামনে, এবং পাপারাজ্জিদের নিজের সমস্ত আপডেট দিতে থেকেছেন তিনি। ভারতী দেশের প্রথম হোস্ট যিনি গর্ভাবস্থাতেও শো চালিয়ে গিয়েছেন। এই কারণে অসংখ্য প্রশংসাও কুড়িয়েছেন তিনি। বেবি বাম্প নিয়ে ভারতীর একাধিক ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অবশেষে চলতি মাসের প্রথম রবিবারেই খুশির খবর দিয়েছেন কমেডি ক্যুইন।

পুত্র সন্তান জন্ম দিয়েছেন ভারতী , একথা শোনা মাত্রই খুদেকে এক ঝলক দেখার জন্য উদগ্রীব হয়ে পড়েছেন অনুরাগীরা।  সম্প্রতি ভারতী সিংয়ের একটি ছবি প্রকাশিত হয়েছে যাতে তাকে তার ছেলের সাথে দেখা যায়। এই ছবিতে দেখা যাচ্ছে যে ভারতী সিং তার সন্তানকে কোলে নিয়েছেন এবং সেই কারণেই এই ছবি মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। তবে এই প্রতিবেদনে আমরা আপনাকে ভারতী সিং এবং তার সন্তানের এই অদেখা ছবি সম্পর্কে বলব, সেই সাথে এই ছবির সত্যতা সম্পর্কেও বলব.

cropped-bharti.jpg

এদিন ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়া সোশ্যাল মিডিয়ায় ভারতীর মা হওয়ার খবর শেয়ার করে জানান, তারা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সেই রবিবার বিকাল তাই শুধু ভারতী এবং হর্ষের জন্যই নয়, তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের জন্যও সুসংবাদ নিয়েএসেছিল। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা। এক ঝলক ভারতী পুত্রকে দেখার জন্য সকলেই মরিয়া।  কিন্তু ভারতী বা হর্ষ কেউই খুদের কোনও ছবি শেয়ার করেননি।

অথচ ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়েছে যা সকলেই ভারতীর ছেলে হিসেবে ভাবছে। যদি আপনি এই ছবির সত্যতা সম্পর্কে বলেন, তাহলে এই ছবিটি সম্পূর্ণ মিথ্যা, কারণ কেউ এটি এডিট করে শিশুটির মাকে ভারতী সিংয়ের ছবি দিয়ে প্রতিস্থাপিত করেছে, যার কারণে মনে হচ্ছে এই শিশুটি ভারতী সিংয়ের। কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম নয়। যদি সহজভাবে বলা হয়, তাহলে এই ছবিটি সম্পূর্ণ মিথ্যা, এবং এডিটেড।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥