• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ মেশ পুলিশের সামনে কান ধরে ওঠবস! কি করে বসলেন মীর? ভাইরাল ছবি ঘিরে শুরু জল্পনা

Updated on:

Mir Afsar Ali with Lady Police photo viral on internet

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। তবে শুধুমাত্র অভিনয়ই নয়, রেডিওর দুনিয়ারও পরিচিত মুখ তিনি। পাশাপাশি সঞ্চালনাও রয়েছে। তাঁর হাসিখুশি স্বভাব অনুরাগীদের বিশেষ পছন্দের। তবে দর্শকদের একাংশের মতেই, মাঝেমধ্যে মীরের ইয়ার্কি মাত্রা ছাড়িয়ে যায়।

তবে এবার অনুরাগীরা নন, মীরের এক কাণ্ডে বেজায় চটে গিয়েছেন মহিলা পুলিশকর্মীরা (Women police officers)। এক ছবিতে দেখা গিয়েছে, কান ধরে দাঁড়িয়ে রয়েছেন জনপ্রিয় অভিনেতা-সঞ্চালক। তাঁর আশেপাশে দাঁড়িয়ে রয়েছেন মহিলা পুলিশকর্মীরা। ‘মীরাক্কেল’ খ্যাত অভিনেতার এই অবস্থা দেখে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা।

Mir Afsar Ali

সম্প্রতি রেডিও মির্চি ছেড়েছেন মীর। এই মুহূর্তে তিনি ব্যস্ত তাঁর ব্যান্ড ‘ব্যান্ডেজ’ এবং শো ‘ফুডকা’ নিয়ে। পাশাপাশি চুটিয়ে অভিনয় তো চলছেই। যদিও রেডিওতে তাঁর সেই আইকনিক গলা বেশ মিস করছেন শ্রোতারা। তবে এসবের মাঝেই কী এমন হল যে এমনভাবে খেসারত দিতে হল মীরকে?

নিজের এমন পরিস্থিতির নেপথ্য কারণ নিজেই ফাঁস করেছেন মীর। মহিলা পুলিশকর্মী দ্বারা বেষ্টিত হয়ে ছবি শেয়ার করে মীর লিখেছেন, হাতকড়া পড়ানোর আগে তিনি নিজের অপরাধ কী তা জিজ্ঞেস করেছিলেন। উত্তরে তাঁরা বলেন, ‘আপনারা Awesome Saala- একটা আলগা মিউজিক ভিডিও বানাননি কেন? কত বছর আগে করবেন বলেছিলেন?’

 

View this post on Instagram

 

A post shared by Mir Afsar Ali (@mirchimir13)

যা শোনা মাত্রই মীর নাকি পাল্টা প্রশ্ন করেন, ‘আমি যদি ব্যান্ডেজের সাথে ‘Awesome Saala’র একটা ভিডিও বানাই, যেখানে কোন হিরো লাগবে না, কোন হিরোইন লাগবে না, লাগবে শুধু কিছু ভয়ঙ্কর ডান্সার আর বাকিটা থাকবে কাঁচা, raw, rustic…’

মীরের সংযোজন, তাঁর এই জনপ্রিয় গান আপন করে নিয়েছিলেন খেটে খাওয়া মাটির মানুষেরা। শহুরে মানুষ সেই গান শুনে নাক সিঁটকেছিলেন। তবে তাঁর এজন্য খারাপ লাগেনি। ফের নিজের প্রশ্নে ফিরে অভিনেতা-সঞ্চালক বলেন, ‘Awesome Saala গানটি নিয়ে আমরা যদি বিভিন্ন শহরের বাজারে, মলে, কলেজে flash mob করি, তোমরা কি থাকবে?’

Mir Afsar Ali

আর ব্যাস, এরপরই পুরোটা পরিষ্কার হয়ে যায় মীরের অনুরাগীদের কাছে। অভিনেতা-সঞ্চালকের প্রশ্নের জবাবে ইতিবাচক উত্তর দিয়ে ভরিয়ে দিতে থাকেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥