সুনীল গ্রোভার (Sunil Grover), নামটা অনেকের কাছেই জনপ্রিয়। দুর্দান্ত অভিনয় আর মানুষকে হাসানোর ক্ষমতায় বাকিদের থেকে আলাদা তিনি। সম্প্রতি অভিনেতার জীবনে বড়সড় বিপদ হানা দিয়েছিল। বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। হাসপাতাহলে ভর্তি হবার পর অস্ত্রোপচার পর্যন্ত করা হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, বর্তমানে সুস্থ রয়েছেন অভিনেতা।
জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’ এর ডঃ মশুর গুলাটি চরিত্রে অভিনয় করতে দেখা যায় সুনীল গ্রোভারকে। তাঁর অভিনয় সত্যিই হাস্যরস জোগাড় করে শোয়ের মঞ্চে। শোয়ের দৌলতে তাঁর জনপ্রিয়তাও দিন দিন বেড়ে আকাশ ছুঁয়েছে। তাই হটাৎই অভিনেতার অসুস্থতার খবর পেয়ে রীতিমত শোরগোল পরে যায় নেটপাড়ায়। যেমনটা জানা গিয়েছে হার্ট ব্লকেজ ধরা পড়েছে অভিনেতার।
গত সপ্তাহেই এশিয়ান হার্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন অভিনেতা। এরপর গতমাসের ২৭ জানুয়ারি তার হার্টের অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে সুস্থ আছেন অভিনেতা, শীঘ্রই ছাড়া পেয়ে যাবেন হাসপাতাল থেকে। অভিনেতার সুস্থতা কামনার জন্য প্রার্থনা করে চলেছেন অগণিত ভক্তরা।
জানলে অবাক হবেন, বুকে ব্যাথা নিয়ে অসুস্থ অবস্থাতেই একটি ওয়েব সিরিজের জন্য শুটিং করছিলেন তিনি। অর্থাৎ কাজকে সর্বদাই আগে রাখেন অভিনেতা। এরপর শুটিং শেষ হতে ভর্তি হন এশিয়ান হার্ট ইনস্টিটিউট হাসপাতালে। সেখানেই জানা যায় অভিনেতার হার্টে ব্লকেজ রয়েছে। খবর প্রকাশ্যে আসা মাত্রই ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। তবে বর্তমানে চিন্তার কোনো কারণ নেই! সুস্থ আছেন ও শীঘ্রই আবারো পর্দায় দেখা যাবে তাকে। তবে একটা বলাই যায় যে একটা বড়সড় ফাঁড়া কেটে গেল সুনীল। গ্রোভারের।
প্রসঙ্গত, কপিল শর্মার সাথে শোয়ের জন্য জনপ্রিয়তা তো পেয়েছেনই। সাথে একাধিক সিনেমাতেও দেখা গিয়েছে অভিনেতাকে। গজনি, গব্বর ইজ ব্যাক, দ্য লেজেন্ড অফ ভগৎ সিং, গ্যাংস অফ ফিল্মিস্তান এর মত ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন অভিনেতা। তাণ্ডব ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে। আর আগামী দিনে অ্যাটলি পরিচালিত শাহরুখ খানের নতুন ছবিতেও দেখা মিলতে পারে সুনীল গ্রোভারের।