টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়ালের হিড়িক। এটাই এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) নতুন ট্রেন্ড। এই ট্রেন্ডে গা ভাসিয়েই গত একবছরে যেমন বিদায় নিয়েছে একাধিক সিরিয়াল তেমনই শুরু হয়েছে এক ঝাঁক নতুন সিরিয়াল (New Serial)। একই ছবি জনপ্রিয় বিনোদনমূলক চ্যানেল কালার্স বাংলাতেও (Colors Bangla)। সদ্য প্রকাশ্যে এসেছে এই চ্যানেলের নতুন সিরিয়াল ‘নায়িকা নং ১’ (Nayika No 1) এর নতুন প্রোমো (New Promo)।
সিরিয়ালের প্রোমো দেখে জানা যাচ্ছে একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অত্যন্ত সাধারণ একটি মেয়ে শিলা শিকদার (Shila Shikdar)। বাংলা সিনেমার শ্রেষ্ঠ নায়িকাহয়ে পুরস্কার জেতার স্বপ্ন দেখে সে। তাই সে মনে করে বাংলা সিনেমার বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় থাকা ‘কাননদেবী, সুচিত্রা, সুপ্রিয়া, দেবশ্রী, ঋতুপর্ণা, কোয়েলের পর সেই তালিকায় যোগ হবে তার নাম।
জানা গিয়েছে নতুন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ঋতব্রতা দে (Ritobrota Dey )। এর আগে তিনি অভিনয় করেছেন ‘এখানে আকাশ নীল ২’ এবং ‘কন্যাদান’ সিরিয়ালে। আর এবার ঋতব্রতার নতুন সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পরে গিয়েছে নেটপাড়ায়। সম্ভবত এই সিরিয়ালেই প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন অভিনেত্রী।
ধারাবাহিকে তাঁর বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় (Indranil Chatterjee)-কে। ইতিপূবে দর্শক তাঁকে দেখেছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘আয় তবে সহচরী’-তে। ধারাবাহিকে মুখ্য চরিত্র সহচরীর ছেলে টিপু চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ইন্দ্রনীল।
প্রসঙ্গত এখনও পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে সিরিয়ালের প্লট অনুযায়ী টলিপাড়ায় জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করে শীতলা শিকদার। কিন্তু শীতলা নয় নাম ছেঁটে নিজেকে সে শিলা বলেই পরিচয় দেয় সবার কাছে। এমনকি এই নামেই শ্রেষ্ঠ অভিনেত্রী হওয়ারও স্বপ্ন দেখে সে। প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে মঞ্চভর্তি লোকের সামনে ট্রফি হাতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার নিচ্ছে শিলা।
কিন্তু তারপরেই দেখা তার দিকে ধেয়ে আসছে মায়ের ছোঁড়া বেলান। আর তাঁর হাতে কোনো অ্যাওয়ার্ড নয় রয়েছে জলের বোতল। আর মা বকুনি দিয়ে হিরোইন হওয়ার ভুত বার করার কথা বললে শিলা কিন্তু বেশ মজা করেই বলে ওঠে , ‘কাননদেবী, সুচিত্রা, সুপ্রিয়া, দেবশ্রী, ঋতুপর্ণা, কোয়েলের পর নাম হবে কার? এই শিলা শিকদার’।