বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই বাড়ির মা-কাকিমাদের পছন্দের বিনোদন মাধ্যম। তাঁরাই মূলত বাংলা সিরিয়ালের প্রধান দর্শক। তাই মূলত দর্শকদের চাহিদার কথা ভেবেই এখনকার বেশিরভাগ সিরিয়ালই হয়ে থাকে নারীকেন্দ্রিক। ঘরে বাইরে সামলে মূলত তারাই হয়ে ওঠেন দু’হাতে দশভুজা। তবে এবার এই নারীকেন্দ্রিক সিরিয়ালের ছক ভেঙে টেলিভিশনের পর্দায় আসছে একেবারে হাটকে সিরিয়াল ‘রাম কৃষ্ণা’ (Ram Krishna)।
তবে জি বাংলা কিংবা স্টার জলসা নয় একেবারে আনকোরা এই সিরিয়াল আসছে কালার্স বাংলার পর্দায়। এমনিতে টেলিভিশনের পর্দায় এখন বাংলা সিরিয়ালের ছড়াছড়ি। আর এই নতুন সিরিয়ালের মূল আকর্ষণ এই সিরিয়ালের নায়ক রাম। তবে এই রাম হলেন কলিযুগের রাম। যিনি এককথায় অলরাউন্ডার।
খেলাধুলো হোক কিংবা পড়াশোনা সবেতেই ছোট থেকে নাম্বার ওয়ান এই রাম। তাই মেয়েরাও টপাটপ ক্রাশ খায় তাঁর ওপর। কিন্তু সে নিজে একজন নিষ্ঠাবান পূজারী। আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান রামের জীবনে তাঁর পরিবার তাঁর সবটুকু জুড়ে থাকলেও তাঁর জীবনে জায়গা নেই কোনো মনের মানুষের। তবে আপদে মানুষের পাশে দাঁড়াতে ভোলেন না তিনি।
ধারাবাহিকে এই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়। ইতিপূর্বে দর্শক তাঁকে দেখেছেন জনপ্রিয় সিরিয়াল ‘কন্যাদানে’। খ্যাত নীলাঙ্কুর মুখোপাধ্যায়। আর তাঁর বিপরীতে সুন্দরী বড়লোক নায়িকা ‘কৃষ্ণা’র চরিত্রে থাকছেন নন্দিনী দত্ত। ইতিপূর্বে জনপ্রিয় সিরিয়াল ‘বসন্ত বিলাস মেসবাড়ি’তে অভিনয় করেছিলেন তিনি।
যদিও প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা মেলেনি নায়িকার। তবে এখন দেখার সিরিয়ালে মেয়েদের থেকে শতহস্ত দূরে থাকা এই নিষ্টাবান পূজারী রামের ধ্যান ভঙ্গ করে কিভাবে এন্ট্রি নেয় সুন্দরী নায়িকা। আর রামও কিভাবে হুড়মুড়িয়ে প্রেমে পড়ে এখন সেটাই দেখার।
তবে এখনও পর্যন্ত জানা যায়নি নতুন এই সিরিয়াল কোন স্লটে আসছে। আসলে চলতি সপ্তাহেই সোমবার থেকে শুরু হয়েছে নতুন মেগা সিরিয়াল ‘নায়িকা নম্বর ১’। আর এরই মাঝে এই নতুন সিরিয়ালের প্রোমো সামনে আসায় এখন চিন্তায় রয়েছেন এই চ্যানেলের ‘ইন্দ্রানী’, ‘টুম্পা অটোয়ালি’ কিংবা ফেরারি মন-এর মতো মেগা সিরিয়ালের দর্শকরা।