• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬ মাসেই লালবাতি! অন্তিম শুটিং শেষ, রইল জনপ্রিয় সিরিয়ালের অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

Published on:

Target Rating Point,Low TRP,Colors Bangla,Bengali Mega,Bengali Serial,Canning Er Minu,Diya Basu,টিআরপি,বাংলা সিরিয়াল,ক্যানিংয়ের মিনু,কালার্স বাংলা

আজকাল প্রতিমাসেই হরেক রকমের সিরিয়াল (Bengali Mega Serial) আরম্ভ হচ্ছে। তবে টিআরপি (TRP) না থাকলেই বিদায় ঘন্টা বেজে যাচ্ছে অনেকেরই। বিগত কয়েক মাসে এমন উদাহরণ কম নেই। ষ্টার জলসা থেকে জি বাংলা একাধিক মেগা সিরিয়াল বন্ধ হয়েছে সম্প্রতিকালে। এবার কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় এক সিরিয়ালও টিআরপির অভাবে শেষের পথে।

ষ্টার জলসা থেকে জি বাংলা দুই চ্যানেলেই একাধিক সিরিয়েল টার্গের রেটিং পয়েন্টের (Target Rating Point) অভাবে বন্ধ হয়েছে। এমনকি শেষের দোরগোড়ায় দুই নতুন শুরু হওয়া মেগা নবাব নন্দিনী ও সোহাগ জল। এবার সেই তালিকাতেই নতুন সংযোজন হল ‘ক্যানিংয়ের মিনু’ (Canning Er Minu)।

Colors Bangla Canning Er Minu Eding Soon

যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই শেষ শুটিং হয়ে গিয়েছেন। আগামী মাসেই শেষের দিনক্ষণও ফিক্স হয়ে গিয়েছে। সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন দিয়া বসু ও সায়ান মুখোপাধ্যায়। এর আগে জীবন সাথী সিরিয়ালের অভিনয় করেছিলেন দিয়া। তারপর ছমাস আগেই শুরু হয় ক্যানিংয়ের মিনু। কিন্তু এভাবে যে দ্বিতীয় সিরিয়াল শেষ হবে ভাবতে পারেননি অভিনেত্রী!

শেষের খবরে অভিনেত্রীর থেকে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। উত্তরে দিয়া জানান, ‘চোখের কোণে একটু জল তো সবারই এসেছে। খারাপ তো লাগবেই। সবাই এরপরেও কাজ করব ঠিকই, কিন্তু এই টিমটা ভেঙে যাবে। সেটাই খারাপ লাগা। তবে একটা জিনিস ভেবে ভাল লাগছে, সায়নকে আর সহ্য করতে হবে না। কিন্তু এত তাড়াতাড়ি এই দিনটা আসবে আমি ভাবিনি।’

Canning Er Minu

প্রসঙ্গত, এই সিরিয়ালের বদলে আসছে নতুন এক সিরিয়াল। যার একটি নয় দু-দুটি প্রমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে।হ্যাঁ ঠিকই ধরেছেন ‘নায়িকা নাম্বার ওয়ান’ এর কথাই বলছি। ৬ই মার্চ থেকে রাত ৮.৩০ থেকে ক্যানিংয়ের মিনুর বদলে পর্দায় দেখা যাবে নায়িকা নাম্বার ওয়ান।

নতুন সিরিয়ালে জুটি বাঁধতে চলেছেন, ঋতব্রতা দে এবং ইন্দ্রনীল চ্যাটার্জী। যেখানে একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অত্যন্ত সাধারণ একটি মেয়ে শিলা শিকদার (Shila Shikdar)। বাংলা সিনেমার শ্রেষ্ঠ নায়িকাহয়ে পুরস্কার জেতার স্বপ্ন দেখে সে। তাই সে মনে করে বাংলা সিনেমার বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় থাকা ‘কাননদেবী, সুচিত্রা, সুপ্রিয়া, দেবশ্রী, ঋতুপর্ণা, কোয়েলের পর সেই তালিকায় যোগ হবে তার নাম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥