২০২১ এর নির্বাচন প্রায় আসন্ন। এখন সমস্ত রাজনৈতিক দলই নিজেদের প্রচারের প্রস্তুতি সেরে ফেলেছেন। নির্বাচনের আগে বাংলায় এসে উপস্থিত হয়েছেন অমিত শাহ। আজ বাঁকুড়ায় আদিবাসী পরিবারের সাথে দেখা করতে গিয়েছেন অমিত শাহজী। এরপর কাল কলকাতায় উদ্বাস্তু পরিবারের সাথে দেখা করবেন সাথে দুপুরের খাবার খাবেন সেখানেই। এদিকে তৃণমূলও কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। ভোটার আগেই উদারপন্থী সরকার।
গত বুধবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছেন। উদ্বাস্তু পরিবারদের জমির পাট্টা বিলি থেকে শুরু করে আরো অনেক প্রকল্পের কথা জানিয়েছেন তিনি। এবার রাজ্যের ছেলে মেয়েদের বাইক বা দুচাকার স্বপ্ন বাস্তবায়িত করতে সহজে লোনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রায় ২ লক্ষ্য ছেলে মেয়ে এই প্রকল্পে উপকৃত হবে। যার ফলে পরিবার পিছু ৫ জন সদস্য থাকলে প্রায় ১০ লক্ষ্য মানুষ উপকৃত হবেন।
মুখ্যমন্ত্রী আরো বলেছেন, দুচাকা কেনার জন্য এই লোন কোনো সরকারি ব্যাঙ্ক দেবে না। মূলত কে-অপারেটিভ ব্যাঙ্ক গুলির মাধ্যমে লোন বন্টন হবে। বাইকের পিছনে ব্যবসার জিনিস পত্র নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন যে কেউ। তা সে শাড়ির ব্যবসা হোক বা ফলের ব্যবসা। বা হয়তো কোনো রকম পরিষেবা দেবার কাজ যা হয়ত দূরে গিয়ে করতে হয়।
এহানেই শেষ নয়, এদিন মুখ্যমন্ত্রী আরো ঘোষণা করেন এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হচ্ছেন ডোকরা ও ছৌ শিল্পীরা। যার ফলে ৫ লক্ষ্য টাকা অবধি চিকিৎসা পরিষেবা মিলবে ডোকরা ও ছৌ শিল্পের শিল্পীদের। সাথে মুখ্যমন্ত্রী কাস্ট সার্টিফিকেট নিয়েও একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন এবার থেকে পরিবারের কোনো একজনের কাস্ট সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে কাস্ট সার্টিফিকেট। আবেদনের ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই মিলবে সার্টিফিকেট।