• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাগাতার শিষ্যদের পিল খাইয়ে ধর্ষণের অভিযোগে ১০৭৫ বছরের কারাবাস তুরস্কের ধর্মগুরুর!

Published on:

turkey priest

এবার লাগাতার শিষ্যদের ধর্ষণ (Rape) করার অভিযোগে ১০৭৫ বছরের কারাবাস জুটলো ৬৪ বছরের তুরস্কের (Turkey) জনপ্রিয় মুসলিম ধর্মগুরু ওকাতারের। আদালতের সামনে জাহির করে আদনান ওকতার বলেছিলেন, ‘‘আমার এক হাজার বান্ধবী আছে’’।

তুরস্ক প্রশাসনের নজর অনেকদিন ধরেই ছিল ওকাতারের বিশেষ সংগঠনের উপর। নানান রকম অপরাধের সঙ্গেই জড়িত ছিল ওকাতারের সংগঠন। এবার মহিলা শিষ্যাদের অত্যাচার ও যৌন নির্যাতন সহ একাধিক মামলায় ওকতার সহ তার সাঙ্গপাঙ্গকে গ্রেফতার করেছে পুলিশ।

২০১৮ সালে ওকতার সহ তার সংগঠনের একাধিক কর্মীদের গ্রেফতার করেছিল। পুলিশ জানায়, ওকাতরের কাছে সব নারীই ‘পোষ্য’ হিসাবে বিবেচিত হন। সারাক্ষণই সখী পরিবেষ্টিত হয়ে থাকেন তিনি। ধর্মগুরু ওকতারের বক্তব্য, “তাঁর জীবনে প্রেম বিলিয়ে চলাই লক্ষ্য। অশেষ প্রণয় তার হৃদয়ে আছে।”

গত দুবছর আগেই এই সংগঠনের মাথা সহ সন্দেহভাজনদের গ্রেফতার করেন পুলিশ। ২৩৬ জন সন্দেহের তালিকায় ছিলেন তার মধ্যে ৭৮ জনকে কারাগারে ঢোকান তুরস্কের পুলিশ। এরপরেই তার এক মহিলা ভক্ত জানান, ধর্মপ্রচারের নামে নৃশংস যৌন অত্যাচার করেন ওকতার। পুলিশ তার বাড়ি তল্লাসী করে ৬৯ হাজার গর্ভনিরোধোক পিল সংগ্রহ করেন। সূত্রের খবর, এগুলি ধর্ষণের পর মহিলা ভক্তদের জোর করে খেতে বাধ্য করতেন ওকাতর

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥