রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী (Arnab goswami) গ্রেপ্তার করে মুম্বই পুলিশ আত্মহত্যায় প্ররচোনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। ২০১৮ সালের মে মাসে আলিবাগে ইন্টিরিয়ার ডিজাইনার অন্বয় নায়েক ও তাঁর মা মুকুন্দ নায়েকের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফকে। এবার অর্ণবের সমর্থনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald trump) তুলনা টানলেন কঙ্গনা রানাউত। টুইটারে হ্যাশট্যাগ “ফ্রি অর্ণব সেভ ডেমোক্রেসি” (#free arnab save democracy) লিখে ফের অর্ণবের মুক্তির দাবিতে সরব বলি-ক্যুইন।
শনিবার একটি ভিডিও বার্তায় ট্রাম্পের প্রসঙ্গ উত্থাপন করে কঙ্গনা জানান, “ডোনাল্ড ট্রাম্পের কথা এখানে গুরুত্বপূর্ণ কারণ তাঁর যতই দোষ থাকুক না কেন তিনি চিনের ভাইরাসকে চিনা ভাইরাসই বলেন আর র্যাডিকাল ইসলাম সন্ত্রাসবাদকে সন্ত্রাসবাদই বলেন,আজ ট্রাম্প ক্ষমতায় না থাকলে চিন আর সন্ত্রাস ছড়ানো দেশগুলোরই লাভ হবে। দেখুন কীভাবে বিদেশি শক্তিগুলো মার্কিন মুলুকের ভোট সিস্টেমটাই হাইজ্যাক করে নিয়েছে। এই শক্তিগুলো ভারতকেও কন্ট্রোল করছে। কিন্তু আমাদের দেশে এমন গুটিকয়েক মানুষ রয়েছেন যাঁরা লড়ছেন। একটু ভাবুন, এঁদের কী উদ্দেশ্য?”
প্রসঙ্গত, রিপাবলিক টিভির চিফ এডিটরের বিরুদ্ধে অভিযোগ অর্ণবের থেকে কয়েক কোটি টাকা পেতেন অন্বয়, যেটা অর্ণব মেটাননি। তাঁর আত্মহত্যার অন্যতম মূল কারণও এটাই। বর্তমানে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এই সাংবাদিক। যদিও প্রতিহিংসা চরিতার্থ করতেই মহারাষ্ট্রের শিবসেনা সরকার পুরনো কাসুন্দি ঘাঁটছে বলেও পাল্টা অভিযোগ করতে দেখা যায় অর্ণবকে। এমনকী এই ঘটনায় চিরাচরিত পদ্ধতি মেনে নোটিশ দিয়ে, ট্র্যায়ালের নিয়ম মেনে অর্ণবকে কেন ধরা হল না তা নিয়েও সমাজের বিভিন্ন অংশ থেকে উঠছে প্রশ্ন।
কঙ্গনা আরও বলেন, অর্ণব গোস্বামী এতদিন ধরে জেলে রয়েছেন, “কোনও সাংবাদিক গিল্ড এবার তৈরি হচ্ছে না। শীর্ষ আদালতও অর্ণবের পক্ষে রায় দিয়েছে।তবুও দেখতে পাচ্ছেন এদের লবিবাজি।”
ये लड़ाई सिर्फ़ अर्नब की या मेरी नहीं है, यह लड़ाई सभ्यता की है भारतवर्ष की है….. #FreeArnabSaveDemocracy pic.twitter.com/N2DZPAolaw
— Kangana Ranaut (@KanganaTeam) November 7, 2020