• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

CID- এর অভিনেতারা প্রচুর সম্পত্তির মালিক! কে সবচেয়ে ধনী জানেন? রইল বিশদে

সি.আই.ডি (CID) স্যাটেলাইট টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের একটি সিরিজ। এ সিরিজে একদল গোয়েন্দা মুম্বাইয়ের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কাজ করে। এ সিরিজের পরিচালক বি.পি. সিং। ভারতের এটি সবচেয়ে লম্বা টিভি সিরিজ। প্রথম ভারতীয় গোয়েন্দা ভিত্তিক টিভি সিরিজ সি.আই.ডি যা এখনও ভারতের মধ্যে বেশ জনপ্রিয়। ডিসিপি চিত্রলে ,সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ , এসিপি প্রদিউমান, সিনিয়র ইন্সপেক্টর দয়া , ইন্সপেক্টর ফ্রেডরিকস এবং ডাক্তার সালুকে এ সিরিজের মূল চরিত্র।

যেখানে ব্যুরোর প্রধানের দায়িত্ব পালন করছেন এসিপি প্রদিউমান এবং সর্বোচ্চ পদে রয়েছেন ডিসিপি চিত্রলে । মজার ব্যাপার হচ্ছে , সিআইডির পরিচালক বি. পি. সিং-ই ডিসিপি চরিত্রে অভিনয় করেছেন । এই সিরিজ করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছিলেন অভিনেতারা। এবার এক ঝলকে দেখে নিজ CID অভিনেতাদের সম্পত্তির পরিমাণ।

   

sp pradyuman,Shivaji Satam,senior inspector abhijeet,Aditya Srivastava,inspector fredericks,CID Daya,Dayananda shetty,CID,সিআইডি,দয়ানন্দ শেঠি,সোনি টিভি,sony tv

১) এসিপি প্রদ্যুমান (শিবাজী সাদ্দাম) / Sp pradyuman (Shivaji Satam) –

১৯৯৮ সাল ২০১৮ সাল অবধি তিনি CID তে অভিনয় করেন। প্রতিটি পর্বের জন্য ১.৫ লক্ষ টাকা নিতেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৫৮ কোটি টাকা ।

sp pradyuman,Shivaji Satam,senior inspector abhijeet,Aditya Srivastava,inspector fredericks,CID Daya,Dayananda shetty,CID,সিআইডি,দয়ানন্দ শেঠি,সোনি টিভি,sony tv

২) সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ (আদিত্য শ্রীবাস্তব) / Senior inspector abhijeet (Aditya Srivastava) –

১৯৯৯ সালে আদিত্য CID তে যোগ দেন এবং ২০১৮ সাল অবধি টানা তিনি সিরিজে অভিনয় করেছিলেন। তিনি প্রতিটি পর্বের জন্য ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা নিতেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৪৩ কোটি টাকা।

sp pradyuman,Shivaji Satam,senior inspector abhijeet,Aditya Srivastava,inspector fredericks,CID Daya,Dayananda shetty,CID,সিআইডি,দয়ানন্দ শেঠি,সোনি টিভি,sony tv

৩) ইন্সপেক্টর ফ্রেডরিস (দীনেশ ফানাদিস) / Inspector fredericks –

১৯৯৮ সালে তিনি সিআইডিতে যোগ দেন। ২০১৮ সাল অবধি সিআইডিতে অভিনয় করেছিলেন। তিনি প্রতি পর্ব পিছু ৭০ হাজার টাকা পারিশ্রমিক নিতেন। তার মোট সম্পত্তির পরিমাণ ১৬কোটি ৮০ লক্ষ টাকা।

sp pradyuman,Shivaji Satam,senior inspector abhijeet,Aditya Srivastava,inspector fredericks,CID Daya,Dayananda shetty,CID,সিআইডি,দয়ানন্দ শেঠি,সোনি টিভি,sony tv

৪) সিনিয়র ইন্সপেক্টর দয়া (দয়ানন্দ শেঠি) / CID Daya (Dayananda shetty) –

sp pradyuman,Shivaji Satam,senior inspector abhijeet,Aditya Srivastava,inspector fredericks,CID Daya,Dayananda shetty,CID,সিআইডি,দয়ানন্দ শেঠি,সোনি টিভি,sony tv

১৯৯৮ সালে তিনি সিআইডিতে যোগ দেন। ২০১৮ সাল অব্দি তিনি অভিনয় করেছিলেন। প্রতিটি পর্বের জন্য তিনি ১ লক্ষ টাকা নিতেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৪২ কোটি টাকা।

site