• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বোন রিনা চৌধুরী হাত ধরেই কয়েক যুগ পর বড় পর্দায় ফিরতে চলেছেন ‘মেজ বউ’ চুমকি চৌধুরী!

Published on:

chumki chowdhury,tollywood,anjan chowdhury,চুমকি চৌধুরী,টলিউড,অঞ্জন চৌধুরী

নব্বইয়ের দশকের বাংলা সিনেমায় এক চেটিয়া রাজত্ব ছিল অভিনেত্রী চুমকী চৌধুরীর (Chumki Chowdhury), সেই সময়ের ছবি দেখেছেন অথচ অভিনেত্রীকে চেনেন না এমন দর্শকের সংখ্যা প্রায় নেই বললেই চলে। খ্যাতনামা পরিচালক অঞ্জন চৌধুরীর (Anjan Chowdhury) মেয়ে চুমকী চৌধুরী। অভিনয় জীবনে আসার ক্ষেত্রে বাবাই ছিলেন অভিনেত্রীর শিক্ষা গুরু। কিন্তু বর্তমানে আর তেমন দেখা পাওয়া যায় না অভিনেত্রীর। বড় পর্দার অভিনয় থেকে বলতে গেলে হারিয়ে গিয়েছেন এই অভিনেত্রী।

আজকালকার যুগে নব্বই দশকের সেই পারিবারিক ছবি গুলি বেজায় মিস করে দর্শকেরা। যত বাংলা সিনেমা পরিণত হচ্ছে ততই বিষয়ের কচকচানিতে সিনেমা থেকে হারিয়ে যাচ্ছে বাঙালির সেই আবেগ, অভ্যেস, বা বাস্তবতা। হীরক জয়ন্তী, মেজব‌উ, গীত সংগীত, লোফার এর মত ছবি গুলিতে কিন্তু এত দারুণ সিনেমাটোগ্রাফি বা গল্প, কিংবা বিষয়ও ছিলনা। তবে যেটা ছিল তা হল একটা নিখাদ পরিবারের গল্প, বা প্রেমের গল্প যার মধ্যে বাঙালিরা নিজেদের খুঁজে পেত।

chumki chowdhury,tollywood,anjan chowdhury,চুমকি চৌধুরী,টলিউড,অঞ্জন চৌধুরী

এবার এই ধরণের পুরোনো ধাঁচের ছবি দিয়েই নতুন করে বড় পর্দায় ফিরতে চলেছেন টলিউডের সেই একসময়ের চেনা মুখ অভিনেত্রী চুমকি চৌধুরী। এবার এই ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন টলিউডের সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তথা চুমকি চৌধুরীর বোন রিনা চৌধুরী।

chumki chowdhury,tollywood,anjan chowdhury,চুমকি চৌধুরী,টলিউড,অঞ্জন চৌধুরী

চুমকি চৌধুরীর বিপরীতে অভিনয় করবেন রিনা চৌধুরীর স্বামী অভিনেতা রাহুল মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং ও কিছুটা করা হয়ে গিয়েছে। তবে লকডাউনের কারণে আউটডোরের কিছু অংশের শ্যুটিং এখনও খানিকটা বাকি। তবে চুমকি চৌধুরী জানিয়েছেন বরাবরের মতো এবারেও তিনি পরিচালকের বাধ্য হয়ে কাজ করবেন, এবং দর্শকদের একটি সুন্দর ছবি উপহার দেওয়ার চেষ্টা করবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥