দর্শকমহলে বাংলা সিরিয়ালের (Bengali Serial) চাহিদা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। সিরিয়ালপ্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার আলতা ফড়িং (Alta Phoring)। অল্পদিনের মধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়াল। বেশ কিছুদিন ধরেই সিরিয়ালপ্রেমী দর্শকদের মধ্যে চর্চায় রয়েছে এই এই ধারাবাহিক।
আসলে সম্প্রতি জানা গিয়েছিল সিরিয়ালের প্রধান নায়ক ব্যাংকবাবু অভ্রর চরিত্রে থাকা অভিনেতা অর্ণব ব্যানার্জীর (Arnab Banerjee) পরিবর্তে এই ধারাবাহিকে জায়গা নিতে চলেছে গঙ্গারাম খ্যাত জনপ্রিয় টেলি অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose)। কিন্তু আসল ঘটনা তা নয়।
ইদানিং ব্যাংক বাবু চরিত্রের অভিনেতা অর্ণব ব্যানার্জি অসুস্থ রয়েছেন। তাই অর্ণব ব্যানার্জীর পরিবর্তে নয় গঙ্গারাম খ্যাত অভিষেক বসু আলতা ফড়িং ধারাবাহিক এসেছেন অর্জুন নামের একটি নতুন চরিত্রে। এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সদ্য এই ধারাবাহিকে এসেছে একটি নতুন মোড়। দশমীর দিন জলে ডুবে নিখোঁজ হয়ে গিয়েছে ধারাবাহিকের নায়ক অভ্র।
সেই সময় তাকে বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দিয়েছিল নায়িকা ফড়িংও। কিন্তু তখন সে ডুবে যাওয়ায় তাকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে নতুন নায়ক অর্জুন।ইতিমধ্যেই দেখা গিয়েছে এই অর্জুনের পরিবারের সদস্যদের। এবার জানা যাচ্ছে এই ধারাবাহিকে আসছে একটি নতুন চরিত্র। আজই এই ধারাবাহিকে নতুন এন্ট্রি (New Entry) নিতে চলেছেন বাংলা বিনোদন জগতের প্রবীণ অভিনেত্রী চুমকি চৌধুরী (Chumki Chowdhury)।
অঞ্জন চৌধুরীর মেয়ে চুমকি চৌধুরী শুধু সিনেমাতেই নয়, ইতিপূর্বে তিনি অভিনয় করেছেন একাধিক সিরিয়ালে। তবে বেশিরভাগ ধারাবাহিকেই তাকে নায়ক নায়িকাদের মায়ের চরিত্রে দেখা গিয়েছে। ‘প্রতিদান’ সিরিয়ালে শিমূলের মায়ের চরিত্রে, ‘রাঙিয়ে দিয়ে যাও’তে টুম্পার মায়ের চরিত্রে, কিংবা ‘বাজলো তোমার আলোর বেনু’তেও সোমের মা হয়েছিলেন।
এবার এই তালিকার নবতম সংযোজন হলো ‘আলতাফড়িং’।এই ধারাবাহিকের সম্ভবত নতুন নায়ক অর্জুনের মায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে । গতকালই ধারাবাহিকের প্রিক্যাপে দেখা গিয়ে দেখা গিয়েছে তাকে। এখন দেখার এই নতুন চরিত্রের মধ্যে দিয়ে এই প্রবীণ অভিনেত্রী দর্শকদের মনে কতখানি ছাপ ফেলতে পারেন।