বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি (Tollywood) নিয়ে হামেশাই দর্শকদের মধ্যে চর্চা থাকে। তবে সম্প্রতিকালে ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF 2023) পর থেকে সেই আলোচনার মাত্রা বেশ কিছুটা বেড়ে গিয়েছে। কিছু তারকাদের চলচ্চিত্র অনুষ্ঠানে না ডাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিধায়ক অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। যা রীতিমত শিরোনাম তৈরী করেছে সংবাদ মাধ্যমে।
সম্প্রতিকালে আয়োজিত কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে মুখ খুলেছিলেন দেবশ্রী রায়। বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে মঞ্চে আমন্ত্রণ না করা একেবারেই উচিত হয়নি বলে মন্তব্য করেন দেবশ্রী। অভিনেত্রীর মতে, ফিল্ম ফেস্টিভ্যালের কোনো রং হয় না। তাহলে সেখানে কেন মিঠুনকে আমন্ত্রণ জানানো হবে না? রাজনৈতিক রঙের জন্যই হয়তো আমন্ত্রণ পাননি তিনি।
কিন্তু এই মতের বিরোধিতা করে চিরঞ্জিত জানান, ‘তাঁর মত সে বলতেই পারে। আমি যতদূর জানি তিনি এখন কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তাই মুক্ত মনে তিনি তাঁর কথা বলেছেন।’ তবে মিঠুনকে আমন্ত্রণ নিয়ে নিজের বক্তব্যেই অনড় থাকেন তিনি।
অবশ্য এখানেই শেষ হয়নি বক্তব্য। এরপর অভিনেতা আরো বলেন, একটা জিনিস তো থাকবেই। আপনি যদি আমাকে গালাগালি করেন, তাহলে আমি আমার মেয়ের বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করব না। এখানেও বিষয়টা সেই রকম।’
আসলে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে বাংলা তো বটেই বলিউডেরও তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের আমন্ত্রণ করা হয়েছিল। বিগ বি অমিতাভ বচ্চন থেকে বাদশাহ শাহরুখ খান হাজির ছিলেন চলচ্চিত্র উৎসবের মঞ্চে। সেখানে টলিউড ও বলিউড কাঁপানো অভিনেতা মিঠুন বাদ পড়লেন! এই বিষয়টা বড়ই দৃষ্টিকটূ অনেকের মতেই।
প্রসঙ্গত, এর আগে দেবশ্রী এই বিষয়ে জানান, ‘রাজনৈতিক কারণেই হয়তো মিঠুনদাকে ডাকা হয়নি। আমি অনেক কাজ করেছি মিঠুনদার সাথে। শিল্পী হিসাবে তাকে শ্রদ্ধা করি। ফিল্ম ফেস্টিভ্যালে কোনো রাজনৈতিক রং লাগা উচিত নয়। ভারতীয় ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাদের অবদান রয়েছে তাঁদের ডাকা উচিত ছিল।’ এই মন্তব্যের পরেই চর্চা শুরু হয়ে আরও বেশি করে।