• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মুকুট’ আসতেই ওলটপালট জি বাংলার সমস্ত সিরিয়ালের টাইম স্লট! রইল নতুন সম্প্রসারের সময়সূচি

নতুন সিরিয়াল (New Serial) ‘মুকুট’ (Mukut) আসার সাথে সাথেই বড় ধাক্কা খেলো জি বাংলায় (Zee Bangla) একগুছ জনপ্রিয় ধারাবাহিক। নিয়ম মেনে নতুনকে জায়গা দিতে জায়গা ছাড়তে হয় পুরনোদের। নতুন সিরিয়াল মুকুট আসায় এবার তেমনটাই ঘটতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘খোলা হওয়া’র (Khola Hawa) সাথে। লাগাতার টিআরপি তালিকায় খারাপ ফল করায় রাত সাড়ে নটার প্রাইম টাইম থেকে সরিয়ে আগামী ২৭ মার্চ থেকে খোলা হওয়ার সম্প্রচার হতে চলেছে দুপুর তিনটে থেকে।

বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের অলস দুপুরকে বিনোদনে ভরিয়ে তুলতে ‘দুপুরের গপ্পো’ (Dupurer Goppo) নামে একটি নতুন স্লট চালু করছে জি বাংলা। সেই স্লটেই দুপুর আড়াইটে থেকে সম্প্রচারিত হবে জনপ্রিয় নতুন গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। আর তারপরেই দুপুরের স্লটে প্রথম ধারাবাহিক হিসেবে দেখা যাবে ‘তোমার খোলা হাওয়া’।

   

নতুন সিরিয়াল,New Serial,মুকুট,Mukut,জি বাংলা,Zee Bangla,খোলা হওয়া,Khola Hawa,ঘরে ঘরে জি বাংলা,Ghore Ghore Zee Bangla,নতুন টাইম স্লট,New Time Slot,দুপুরের গপ্পো,Dupurer Goppo

এরপর বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হবে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’। দিদি নাম্বার ওয়ান শেষ হতেই সন্ধ্যা ছটা থেকে সম্প্রচারিত হবে এই চ্যানেলের অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিঠাই’।  গত বছরের শেষে রাত আটটার প্রাইম টাইম স্লট হারিয়ে বিকেল ছটা থেকে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক।  যদিও তারপরেও দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তার কমেনি এক ফোঁটাও।

নতুন সিরিয়াল,New Serial,মুকুট,Mukut,জি বাংলা,Zee Bangla,খোলা হওয়া,Khola Hawa,ঘরে ঘরে জি বাংলা,Ghore Ghore Zee Bangla,নতুন টাইম স্লট,New Time Slot,দুপুরের গপ্পো,Dupurer Goppo

মিঠাইয়ের সম্প্রচার শেষ হওয়ার পর আগের পুরনো স্লটেই অর্থাৎ সাড়ে ছটা থেকেই সম্প্রচারিত হবে ইন্দ্র মিতুলের ‘খেলনা বাড়ি’। আর তারপরে দেখা যাবে চ্যানেল টপার সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। প্রসঙ্গত টিআরপি তালিকায় এই তিন সিরিয়ালেরই নম্বর নম্বর বেশ ভালো। তাই এই সিরিয়াল গুলির টাইম স্লটে কোন পরিবর্তন আনা হয়নি।

নতুন সিরিয়াল,New Serial,মুকুট,Mukut,জি বাংলা,Zee Bangla,খোলা হওয়া,Khola Hawa,ঘরে ঘরে জি বাংলা,Ghore Ghore Zee Bangla,নতুন টাইম স্লট,New Time Slot,দুপুরের গপ্পো,Dupurer Goppo

এরপরেই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দেখা যাবে হবে ‘গৌরী এলো’। তারপর রাত আটটা থেকে দর্শক দেখতে পাবেন দত্তবাড়ির সৃজন পর্ণার গল্প ‘নিম ফুলের মধু’। আর তারপর দর্শক দেখবেন শীল বাড়ির কুশ আর পাখির মিষ্টি দাম্পত্য জীবনের গল্প ‘রাঙা বউ’। এরপর আগের স্লটেই অর্থাৎ রাত ৯ টা থেকে সম্প্রচারিত হবে সোহাগ জল।

নতুন সিরিয়াল,New Serial,মুকুট,Mukut,জি বাংলা,Zee Bangla,খোলা হওয়া,Khola Hawa,ঘরে ঘরে জি বাংলা,Ghore Ghore Zee Bangla,নতুন টাইম স্লট,New Time Slot,দুপুরের গপ্পো,Dupurer Goppo

যদিও নতুন ধারাবাহিক ‘মুকুট’ আসার খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোনা গিয়েছিল কম টিআরপির কারণে বন্ধ হয়ে যাবে এই সিরিয়াল।  কিন্তু তা না হয়ে মাত্র তিন মাসেই বদলে যাচ্ছে জনপ্রিয় সিরিয়াল খোলা হাওয়া সম্প্রচারের সময়। প্রতিপক্ষ চ্যানেলের ‘অনুরাগের ছোঁয়া’কে কড়া টক্কর দিতে রাত ৯:৩০ টা থেকে সম্প্রচারিত হবে মুকুট।আর তারপরেই  রাত দশটায় আগের মতই সম্প্রসারিত হবে মেঘ ময়ূরীর সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’। আর তারপরেই রাত সাড়ে দশটা থেকেই সম্প্রচারিত হবে জনপ্রিয় সিরিয়াল ‘মন দিতে চাই’।

site