• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথের পৌষমাস বলিউডের সর্বনাশ! বয়কটের মাঝেই ঝড় বক্স অফিসে, শুরুতেই এত কোটি তুলল বিক্রমের ‘Cobra’

Published on:

Chiyaan Vikram starrer mints 12 crore on the opening day

বলিউডের একাধিক ছবি সাম্প্রতিক অতীতে বক্স অফিসে ঝড় তুলেছে। একাধিক সুপারস্টারের বিগ বাজেট সিনেমাও মুখ থুবড়ে পড়েছে। তবে এসবের মাঝেই রমরমিয়ে চলছে সাউথের একাধিক সিনেমা। ‘পুষ্পা’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’, ‘বিক্রম’এর পর এবার বক্স অফিসে ঝড় তুলল সাউথ সুপারস্টার চিয়ান বিক্রম (Chiyaan Vikram) অভিনীত ‘কোবরা’ (Cobra)।

সাউথ সুপারস্টার অভিনীত এই সিনেমা পরিচালনা করেছেন অজয় গান্নামুথু। নায়িকার ভূমিকায় রয়েছে ‘কেজিএফ’ খ্যাত নায়িকা শ্রীনিধি শেট্টি। চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি ছিল এটি। দর্শকরা বহুদিন ধরে চিয়ান বিক্রমের কামব্যাকের জন্যেও অপেক্ষা করছিলেন। আর প্রত্যাশা মতোই সাউথ সুপারস্টারের কামব্যাকের ছবি বক্স অফিসে (Box office collection) ঝড় তুলেছে।

Cobra movie

গত ৩১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কোবরা’। আর প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে এই সিনেমা। দীর্ঘ ৩ বছর পর বড়পর্দায় কামব্যাক করেছেন চিয়ান বিক্রম। তাই সাউথ সুপারস্টারের অনুরাগীদের কাছে এই ছবিটির রিলিজের দিন উৎসবের মতোই ছিল।

Chiyaan Vikram

আর সেই ছবি সফল হওয়ায় স্বাভাবিকভাবেই খুব খুশি অনুরাগীরা। ছবিটি প্রথমদিনে বক্স অফিসে যে টাকা কামিয়েছে সেখানে হার মানতে পারে বলিউডের বহু ছবিও। তামিলনাড়ুতে মুক্তির দিনই ১২ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। পাশাপাশি কেরালায় আয় করেছে ১.২৫ কোটি টাকা। সেই সঙ্গেই সাউথ সুপারস্টারের কেরিয়ারের সবচেয়ে সফল ওপেনার হয়ে উঠেছে এই ‘কোবরা’।

Cobra movie

চিয়ান বিক্রম এই ছবিতে একজন গণিত অধ্যাপকের চরিত্রে অভিনয় করেছেন। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে তাঁকে অধ্যাপকের পাশাপাশি একজন খুনির চরিত্রেও দেখা যাবে। এই বিষয়টিই দেখানো হয়েছে ছবিতে।

অপরদিকে ‘কোবরা’ বক্স অফিসে ঝড় তুললেও, চরম ফ্লপ হয়েছে আর এক সাউথ সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা অভিনীত ‘লাইগার’। মাত্র তিন দিনেই ‘ফ্লপ’ তকমা আদায় করে নিয়েছে সেই ছবি। ‘কোবরা’র সাফল্য দেখার পর বিশেষজ্ঞদের মতে, এবার আরও কোণঠাসা হয়ে পড়বে বিজয়ের সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥