• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বক্স অফিসে ফ্লপ ‘সাউথের’আচার্য’! ক্ষতিপূরণ বাবদ ২০ কোটি দিলেন রামচরণ চিরঞ্জীবী

Published on:

Chiranjivi,চিরঞ্জীবী,Ramcharan,রামচরণ,Acarya,আচার্য,20 crore,২০ কোটি

দেশ জুড়ে দক্ষিণ সিনেমার রমরমা বাজার। দিনের পর দিন  বক্স অফিসে একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়ে বক্স অফিস কাঁপিয়ে চলেছে এই ইন্ডাস্ট্রির তারকারা। তবে একথা ঠিক আগেও এই দক্ষিণী তারকাদের দর্শক চিনতেন। কিন্তু এখন তাদের দেশ জোড়া খ্যাতি।

সাউথ ইন্ডাস্ট্রির এমনই দুজন সুপারস্টার হলেন বাবা চিরঞ্জীবী (Chiranjivi)এবং ছেলে রামচরণ (Ramcharan)। চলতি বছরেই মুক্তি পেয়েছে চিরঞ্জীবী এবং রামচরন অভিনীত সিনেমা ‘আচার্য’ (Acharya)। মুক্তির আগে এই ছবি ঘিরে দর্শকদের ব্যাপক আশা ছিল, নির্মাতারাও আশা করেছিলেন সাউথের অন্যান্য ছবির মতো এই ছবিটিও বক্স অফিসে ভালোই ব্যবসা করবে।

Chiranjivi,চিরঞ্জীবী,Ramcharan,রামচরণ,Acarya,আচার্য,20 crore,২০ কোটি

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেখা গেল হঠাৎই  ছন্দপতন। বাবা ছেলে অভিনীত এই সিনেমা কার্যত বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেভাবে লক্ষী লাভ হয়নি এই সিনেমার নির্মাতাদের। উল্টে বিপুল অংকের ক্ষতির মুখে পড়েছে এই ছবিতে বিনোয়োগকারীরা। বলা হয় ফিল্ম  ইন্ডাস্ট্রিতে কোন ছবি হিট করলে যেমন তার দায় থাকে নির্মাতা এবং অভিনেতাদের ওপর।

তেমনি তা ফ্লপ হলেও তারাই দায়ী থাকেনা তারাই। কিন্তু এই কথাটা মানতে রাজি হননা অনেকে। এখানেই আলাদা দক্ষিণের তুই তারকা রামচরণ আর চিরঞ্জীবী। তাই ছবি ফ্লাপ হওয়ার পর এই দুই সুপারস্টার বাবা ছেলে  নিজেদের পকেট খসিয়ে মোট ২০কোটি টাকা ক্ষতিপূরণ তুলে দিয়েছেন বিনিয়োগকারীদের হাতে। জানা যাচ্ছে টাকার জন্য বিনিয়োগকারীদের অনেকেই জমায়েত করেছিলেন চিরঞ্জীবীর বাড়ির সামনে। চিরঞ্জীবীও নিরাশ করেননি তাদের।

Chiranjivi,চিরঞ্জীবী,Ramcharan,রামচরণ,Acarya,আচার্য,20 crore,২০ কোটি

এই খবর চাউর  হতেই তা ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিনেপ্রেমীরা সকলেই প্রশংসায় পঞ্চমুখ দুই অভিনেতার। প্রসঙ্গত সাউথের এই প্রথা নতুন নয়। এর আগেও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির থালাইভা  বলে পরিচিত রাজনিকান্ত তার অভিনীত ছবি ‘দরবার’  বক্স অফিসে ফ্লপ হওয়ায়  নিজের গোটা পারিশ্রমিকটাই  নাকি ফিরিয়ে দিয়েছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥