• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা ছবির ইতিহাসে নতুন রেকর্ড প্রজাপতির! সাফল্য দেখেই সুর বদল চিরঞ্জিৎ চক্রবর্তীর

Published on:

Chiranjit Chakraborty praising Mithun Chakraborty for Projapati

বাংলা ছাড়িয়ে গোটা দেশের সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), এই কথার দ্বিমত নেই কোনো। দীর্ঘ দিনের অভিনয় জীবনে বিনোদন জগতকে দু’হাত উপুড় করে দিয়েছেন তিনি। আর সদ্য দেশজুড়ে ডানা ঝাপ্টাচ্ছে দেব-মিঠুন অভিনীত সিনেমা ‘প্রজাপতি’ (Projapoti)। দেশব্যাপী এই সিনেমার সাফল্যে নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা সিনেমা।

সদ্য ‘প্রজাপতি’-র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মিঠুন। আর এই ভাবেই নিজের কাজ দিয়েই অনেক নিন্দুকদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছেন ডিস্কো কিং মিঠুন। প্রসঙ্গত কিছুদিন আগেই রাজ্যের শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ যার সাথে বিনোদনের ছিঁটেফোঁটাও সম্পর্ক নেই তিনিই খোদ মিঠুনকে ‘ফ্লপ’ তকমা দিয়েছিলেন।

Projapoti movie

আর এখন সেই প্রজাপতি সিনেমার সাফল্য দেখে মুখ লুকিয়েছেন কুনাল ঘোষ নিজেই। এমনকি কিছুদিন আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাক না পাওয়ায় মিঠুন সম্পর্কে সুর চড়িয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাংলা সিনেমার এক কালের সুপারস্টার চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty)-ও। কিন্তু এদিন মিঠুন সেরা অভিনেতার পুরস্কার পাওয়ায় সেই চিরঞ্জিৎ-ই  সুর পাল্টে ভূয়সী প্রশংসা করলেন অভিনেতার।

সেরা অভিনেতা হিসাবে মিঠুনেরর পুরস্কার পাওয়ার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন সংবাদমাধ্যমে চিরঞ্জিৎ জানিয়েছেন ‘খুবই ভাল খবর। যে কোনও শিল্পীর পক্ষে পুরস্কার পাওয়া খুব ভাল। বিতর্কটা একেবারেই আলাদা বিষয়। তবে মিঠুন আমার খুব বন্ধু। ছেলেবেলা থেকে আমি ওকে চিনি। ওর বাড়িতে রাতও কাটিয়েছি আমি’।

Chiranjeet Chakraborty

এখানেই শেষ নয় এদিন মিঠুনের গালভরা প্রশংসা করে চিরঞ্জিত জানান ‘মিঠুন একমাত্র অভিনেতা যে তিনটে জাতীয় পুরস্কার পেয়েছে। তাঁকে ডিনাই করার কোনও কারণ নেই। হি ইজ জাস্ট ফ্যান্টাস্টিক’। অন্যদিকে নন্দনে মিঠুন অভিনীত সিনেমা না দেখানোর প্রসঙ্গে বারাসাতের বিধায়ক-অভিনেতা বলেন ‘বিতর্কটা একেবারেই আলাদা বিষয়। নন্দনে ছবি দেখানোর সঙ্গে এসবের কোনও সম্পর্ক নেই। সেখানে শোয়ের জন্য যা আবেদন পদ্ধতি, সেটায় কিছু ত্রুটি ছিল বা পরে দেওয়া হয়েছিল। সে কারণে ওটা গৃহীত হয়নি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥