বিয়ের দুবছর হয়েছিল মাত্র। গত বছর ৭ ই জুন হঠাৎই পরিবার, পরিজন, তার অন্তঃসত্ত্বা স্ত্রী মেঘনাকে ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী সারজা (Chiranjeevi Sarja)। তার এই আকস্মিক প্রয়াণের জন্য তৈরি ছিলেন না কেউই। মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন অভিনেতা। দেখতে দেখতে তার মৃত্যুর এক বছর কেটে গেল।
জানা যায়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছিল অভিনেতার। স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছিলেন স্ত্রী মেঘনা। কিন্তু তখন তার শরীরে বেড়ে উঠছে একটি ফুটফুটে প্রাণ। সকলের সাহায্য পেয়ে এরপর গত অক্টোবর মাসে একটি পুত্র সন্তানের জন্ম দেন প্রয়াত অভিনেতা চিরঞ্জীবীর স্ত্রী মেঘনা রাজ।
কিন্তু নিজের প্রথম পুত্র সন্তানের মুখ দেখে যেতে পারলেন না চিরঞ্জীবী, আর ছোট্ট একরত্তিও বাবা হারা হয়েই দেখল পৃথিবীর আলো। এই কঠিন সত্য মেনে নেওয়া বেশ দুঃখজনক।
সন্তান জন্ম দেওয়ার পর মেঘনা সদ্যজাতর একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেননি। তবে সম্প্রতি একটি ছবি মেঘনা শেয়ার করেন যেখানে দেখা যায়, প্রয়াত অভিনেতার ছবির সামনে একরত্তিকে নিয়ে দাঁড়িয়েছেন মেঘনা। যেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট হাতকে স্পর্শ করেছে আরও একটি হাত। আজ চিরঞ্জীবী বেঁচে থাকলে হয়তো এভাবেই তার ছেলের ছোঁয়া পেতেন। আর এই ছবি দেখেই আবেগে ভাসেন অনুগামীরা।
View this post on Instagram
এভাবেই সদ্যজাতকে সকলের সাথে পরিচয় করিয়েছেন চিরঞ্জীবী পত্নী মেঘনা। খুদের নাম রেখেছেন চিরু। খুদে জন্মানোর পরেও করোনা থাবা বসায় তার শরীরে, তবে এখন সে সম্পূর্ণ সুস্থ রয়েছে।