• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একের পর এক বয়কট, কেরিয়ার বাঁচাতে এবার চিরঞ্জিবীর ‘ছোট ভাই’ হয়ে সাউথে ডেবিউ করছেন সলমন খান !

Published on:

Chiranjeevi and Salman Khan starrer Godfather teaser out

বলিউডে এখন যেন সিনেমা বয়কটের ধুম উঠেছে। একের পর এক ছবি মুক্তি পাচ্ছে, আর সেগুলি বক্স অফিসে একেবারে ডাহা ফেল করছে। কিছু ক্ষেত্রে তো ছবি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় উঠছে বয়কটের। একদিকে যখন বলিউডের (Bollywood) এমন খারাপ দশা, তখন একেবারে রমরমিয়ে চলছে সাউথের সব সিনেমাগুলি।

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে একের পর এক ছবি মুক্তি পাচ্ছে, আর বক্স অফিসেও দারুণ ব্যবসা করছে সেগুলি। ‘পুষ্পা’, ‘আরআরআর’, ‘কেজিএফ’ থেকে শুরু করে হালফিলের ‘কার্তিকেয়া ২’- সাউথের প্রায় সব ছবিই বক্স অফিসে সফল হচ্ছে। বলিউডের এমন শোচনীয় অবস্থাতেই বলিউড তারকা সলমন খান (Salman Khan) ছুটলেন সাউথে!

Salman Khan

হ্যাঁ, ঠিকই দেখছেন। এতদিন ধরে ভাবা হতো, সলমন খান মানেই বলিউড। এখন সেই চিরচরিত ধারণাও বদলাতে চলেছে। কারণ শীঘ্রই দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন সলমন। সুপারস্টার চিরঞ্জিবী (Chiranjeevi) অভিনীত ‘গডফাদার’ (Godfather) ছবির মাধ্যমে সেই ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন ভাইজান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ছবির টিজার।

Chiranjeevi with Salman Khan

সলমন যে সাউথ সুপারস্টারের সঙ্গে ‘গডফাদার’ ছবিতে অভিনয় করবেন তা অবশ্য আগেই শোনা গিয়েছিল। দর্শকরা তাঁর মুখ থেকে তেলেগু শোনার জন্যেও বেশ আগ্রহী ছিলেন। তবে টিজারে অভিনেতাকে তেলেগু বলতে দেখা যায়নি। হিন্দিতেই নিজেকে ‘গডফাদার’ চিরঞ্জিবীর ছোট ভাই বলে পরিচয় দেন বলিউডের ভাইজান। তবে দুর্দান্ত অ্যাকশন এবং দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের মিশেলে তৈরি ‘গডফাদার’এর টিজার বেশ পছন্দ হয়েছে দর্শকদের।

সলমন-চিরঞ্জিবী অভিনীত ‘গডফাদার’ ছবিটি মালায়ালম সিনেমা ‘লুসিফার’এর তেলেগু রিমেক। সেই ছবি পরিচালনা করেছিলেন পৃথ্বীরাজ সুকুমারন। সেই সঙ্গেই ছবিতে একটি ক্যামিও চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি। ‘লুসিফার’ পরিচালক অভিনীত সেই চরিত্রেই দেখা যাবে বলিউডের ভাইজানকে। শোনা যাচ্ছে, সলমনকে পারিশ্রমিক হিসেবে প্রযোজকরা ১৫-২০ কোটি টাকা অফার করেছিলেন। কিন্তু তিনি সেই টাকা নেননি। ভাইজান জানান, চিরঞ্জিবীর প্রতি শ্রদ্ধার কারণেই এই ছবি করছেন তিনি। তাই কোনও পারিশ্রমিক তাঁর চাই না।

তবে জানিয়ে রাখা প্রয়োজন, আমির সলমনের চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে ছিলেন। চিরঞ্জিবীকে জিজ্ঞেস করেছিলেন তাঁকে না নিয়ে কেন সলমনকে নেওয়া হল? জবাবে হাসতে হাসতে সাউথ সুপারস্টার বলেছিলেন, এই চেহারার জন্য হৃদয়বান এবং বুদ্ধিমান নয়, দরকার ছিল পেশিবহুল চেহারার অভিনেতাকে। সেই কারণেই তাঁকে না নিয়ে সলমনকে নেওয়া হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥