• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রসেনজিৎ এর বিরুদ্ধে ইন্ডাস্ট্রিতে একটা কথাও বলা যায়না, ও ভীষণ প্রভাবশালী! বিস্ফোরক চিরঞ্জিত

চিরঞ্জিত চক্রবর্তী,প্রসেনজিৎ চ্যাটার্জি,অভিষেক চ্যাটার্জি,অপুর সংসার,ইন্ডাস্ট্রি,শাশ্বত চ্যাটার্জি,বাঙালি অভিনেতা,Chiranjeet Chakraborty,Prosenjit Chatterjee,Abhishek Chatterjee,apur Songsar,Saswata Chatterjee

টলিউড ইন্ডাস্ট্রিতে দুই আড়াই দশক আগেও নায়ক হিসেবে নাম উঠত প্রসেনজিৎ এবং চিরঞ্জিতেরই। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit chatterjee) ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত হাতে ধরে রাখলেও, পায়ের তলার মাটি সরেছিল চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjeet Chakraborty)। মাঝে প্রায় দীর্ঘ কয়েক বছর পর্দায় দেখা মেলেনি অভিনেতার। সম্প্রতি তাদেরই সমসাময়িক অভিনেতা অভিষেক চ্যাটার্জি (Abhishek Chatterjee) প্রয়াত হয়েছেন।

মৃত্যুর আগে পর্যন্ত এক বুক অভিমান জমা ছিল অভিষেক চ্যাটার্জির মনে। তার অভিযোগ ছিল সহকর্মী প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তর মতো সুপারহিট জুটির জন্যই নাকি তার কেরিয়ার নষ্ট হয়েছিল। এই কথায় সায় দেন ইন্ডাস্ট্রির অনেকেই। এবার অভিষেকের মৃত্যুর পরেই ভাইরাল হয়েছে প্রসেনজিৎ সম্পর্কে চিরঞ্জত চক্রবর্তীর করা এক বিস্ফোরক মন্তব্য৷

Chiranjeet Chakraborty

এক সময়ে টেলিভিশনের জনপ্রিয় শো ছিল ‘অপুর সংসার’ যা হোস্ট করতেন টলিউড তথা বলিউডের নামজাদা প্রতিভাবান অভিনেতা শাশ্বত চ্যাটার্জি (Saswata Chatterjee)। সেই শো-তে উপস্থিত হয়েই প্রাণ খুলে কথা বলেছিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।

চিরঞ্জিত চক্রবর্তী,প্রসেনজিৎ চ্যাটার্জি,অভিষেক চ্যাটার্জি,অপুর সংসার,ইন্ডাস্ট্রি,শাশ্বত চ্যাটার্জি,বাঙালি অভিনেতা,Chiranjeet Chakraborty,Prosenjit Chatterjee,Abhishek Chatterjee,apur Songsar,Saswata Chatterjee

সাক্ষাৎকারে তিনি জানান, কর্পোরেটের চাকরি ছেড়ে তবেই অভিনয়ে এসেছিলেন চিরঞ্জিত। হয়ত অনেকেই জানেন না, অভিনেতার পাশাপাশি তিনি একজন প্রতিভাবান চিত্রশিল্পীও বটে। তাঁর আঁকা দেখলে প্রশংসা না করে উপায় থাকেনা। স্বয়ং সত্যজিৎ রায় সৃষ্ট সন্দেশ পত্রিকার প্রচ্ছদ এঁকেছিলেন তিনি৷

prosenjit chatterjee chiranjeet chakraborty

এই শোতেই প্রসেনজিৎ চ্যাটার্জি প্রসঙ্গে খুব আলগোছে মন্তব্য করেন চিরঞ্জিত, জানান প্রসেনজিৎ ইন্ডাস্ট্রির খুব প্রভাবশালী ব্যক্তিত্ব। তার সম্পর্কে সর্বসমক্ষে কোনোও কথাই বলা যায়না৷ চুপি চুপি তাকে বলা যায় কিন্তু গলা তুলে বলা যায়না। ইন্ডাস্ট্রির খুটিনাটি সমস্ত ঠোঁটের ডগায় থাকে তার। অথচ এই প্রসেনজিৎকেই একদিন নিজের অনুরাগীদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন চিরঞ্জিত বলেছিলেন, ‘অটোগ্রাফ নাও’ এ ইন্ডাস্ট্রির হবু সুপারস্টার। সত্যি সত্যিই মিলে গিয়েছে চিরঞ্জিতের কথা৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥