বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) একসময় ‘একচ্ছত্র আধিপত্য’ ছিল চিরঞ্জিৎ (Chiranjeet Chakraborty), প্রসেনজিৎ (Prosenjit Chatterjee), তাপস এবং অভিষেকের। এই চার অভিনেতাই নিজের কাঁধে করে এগিয়ে নিয়ে গিয়েছেন টলিউডকে। তাঁদের পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরাও। তবে এই চার কিংবদন্তি অভিনেতাদের মধ্যে আজ তাপস পাল (Tapas Paul) এবং অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) এই দুনিয়ায় নেই। চিরঞ্জিৎ’কে খুব একটা পর্দায় দেখা যায় না। টিকে রয়েছেন শুধুমাত্র বুম্বাদা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে (Interview) প্রসেনজিৎ’কে নিয়েই একটি বিস্ফোরক মন্তব্য করে বসেন চিরঞ্জিৎ। যার পর থেকে দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক। নেটিজেনরা দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ চিরঞ্জিৎ সমর্থন করছেন। কেউ আবার ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাঁর বিরুদ্দে। নিশ্চয়ই ভাবছেন কী এমন বলেছেন অভিনেতা যে কারণে এত বিতর্ক হচ্ছে?
দিন কয়েক আগে একটি সাক্ষাৎকারে কমার্শিয়াল ছবি নিয়ে প্রশ্ন করা হয়েছিল চিরঞ্জিৎ’কে। সেই বিষয়ে কথা বলতে গিয়েই টলিপাড়ার নামী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ছবির প্রসঙ্গ টেনে আনেন তিনি। চিরঞ্জিৎ বলেন, কৌশিক নাকি প্রচণ্ডভাবে কমার্শিয়াল কিছু করার চেষ্টা করছেন। কিন্তু সেটা করতে গিয়ে আর্টের সঙ্গে মিশিয়ে একটা ‘আধখ্যাঁচড়া’ জিনিস তৈরি করে ফেলছেন।
এই বিষয়ে বিস্তারিত বলতে গিয়েই প্রসেনজিতের প্রসঙ্গ টেনে আনেন চিরঞ্জিৎ। কৌশিকের ছবিতে প্রসেনজিতের অভিনয় করা নিয়ে অভিনেতা বলেন, ‘কৌশিক প্রসেনজিৎ’কে নিচ্ছে ফিন্যান্সের জন্য। কারণ ও ফিন্যান্স পাচ্ছে না। প্রসেনজিৎ সেই ফিন্যান্স দিতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। সেই কারণে ওঁকে ছবিতে নেওয়ার একটা বড় সুবিধা রয়েছে’।
এখানেই থামেননি চিরঞ্জিৎ। অভিনেতা নিজের উদাহরণ টেনে বলেন, ‘এই দিক থেকে আমায় সিনেমায় নেওয়ার তেমন কোনও সুবিধা নেই। কারণ, আমি নিজে কাউকে ফিন্যান্স দিচ্ছি না। আর ঠিক সেখানেই কিন্তু সিনেমাটা ব্যর্থ হচ্ছে’।
চিরঞ্জিতের এই বক্তব্য শোনার পর নেটিজেনরা দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। অনেকে যেমন তাঁকে সমর্থন করেছেন, তেমন অনেকেই আবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমা চলছে না তা মানতে নারাজ। কেউ কেউ চিরঞ্জিৎ’কে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়েও খোঁচা দিয়েছেন। সব মিলিয়ে অভিনেতার এই বক্তব্য যে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।