• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একগাল সাদা দাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা, অভিনয় ছেড়ে নতুন পেশায় চিরঞ্জিৎ চক্রবর্তী!

Published on:

Chiranjeet Chakraborty new look for upcoming movie revealed and got viral on social media

বাংলা সিনেমার (Bengali Cinema) সুপারস্টার চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। আশির দশকে একের পরে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন চিরঞ্জিত। তবে শুধু অভিনয় নয় বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেতার ছবি আঁকার পাশাপাশি রয়েছে সিনেমা পরিচালনা করার মত বিশেষ প্রতিভা।

একসময় সংবাদ পাঠ করতেও দেখা গিয়েছে চিরঞ্জিতকে। আর এবার সামনে এলো বহুমুখী প্রতিবার অধিকারী এই অভিনেতার আরও এক বিশেষ গুণ। এবার অভিনয় ছেড়ে আচমকাই ডাক্তারিতে মন দিয়েছেন চিরঞ্জিৎ। তবে বাস্তবে নয় আসলে এই  অভিনেতা কামব্যাক করছেন একটি নতুন সিনেমায়।

বাংলা সিনেমা,Bengali Cinema,টলিউড সুপারস্টার,Tollywood Superstar,চিরঞ্জিৎ চক্রবর্তী,Chiranjeet Chakraborty,পেশা পরিবর্তন,Profession Change,ডাক্তারি,Doctor

আর এই সিনেমাতেই তিনি অভিনয় করছেন একজন হোমিওপ্যাথি চিকিৎসকের চরিত্রে। জানা যাচ্ছে কমেডি ঘরানার এই সিনেমার নাম হেমা মালিনী। আর চিরঞ্জিত অভিনীত চরিত্রের নাম ধর্মেন্দ্র দত্ত। তবে নাম শুনে ভাববেন না এখানে বলিউড অভিনেতা ধর্মেন্দ্র কিংবা হেমা মালিনী কথা বলা হচ্ছে।

আসলে জানা যাচ্ছে সিনেমার এই হেমা মালিনীর আসল নাম মালিনী। তিনি কোর্টে গিয়ে নিজের নাম বদলে হেমা মালিনী করেছেন। সিনেমার গল্প এগোনোর সাথে দেখা যাবে ছাপোষা মধ্যবিত্ত ধর্মেন্দ্রর সাথে দেখা হওয়ার পর তাঁর জীবন কোন খাতে বইতে শুরু করে।

Chiranjeet Chakraborty

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিনেমার অভিনেতাদের ফার্স্ট লুক। পারমিতা মুন্সির এই সিনেমায় চিরঞ্জিত মুখ্য ভূমিকায় থাকলেও, অন্যান্য গুরুত্বপূর্ণচরিত্রে দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, পিয়ালি মুন্সি, সুজয় বিশ্বাস, পাপিয়া রাও, ঋতুপর্ণা দে সহ অভিনেত্রী দেবলীনা দত্তকে।

জানা যাচ্ছে সিনেমাটিতে দেবলীনা একজন নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন। পরিচালক জানিয়েছেন এই সিনেমায় দেবলীনাকে লাস্যময়ী অবতারে দেখা যাবে। এই সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেছেন ‘এটি একটি হাইপারলিংক ছবি। একসঙ্গে অনেক ঘটনা ঘটবে। মধ্যবিত্তের জীবনের গল্প ফুটে উঠবে এখানে। আশা করছি সবার ভালো লাগবে এই ছবি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥