• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মানুষের সাথে পাল্লা দিয়ে কুকুরকে সাবান ঘষে স্নান করাচ্ছে শিম্পাঞ্জি! তুমুল ভাইরাল মজার ভিডিও

Published on:

Chimps Dog Viral Video

Viral video: সোশ্যাল মিডিয়ার দৌলতে রোজই কত ভিডিও ভাইরাল (Viral) হয় নেট মহলে। একেকটা কান্ড দেখে যেমন হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, তেমনই একেক জনের প্রতিভা দেখে আবার তাজ্জব বনে যেতে হয়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। ইন্টারনেটের সুবিধা এই যে কত অজানা ঘটনা নিমেষে চোখে পড়ে আমাদের।

আমরা জানি শিম্পাঞ্জি (Chimpanzees) কোনো অংশেই মানুষের থেকে কম যায়না। তারা অবিকল মানুষকে নকল করতে পারে। এমনকি মনে করা হয় বিবর্তনের আগে মানুষও এই পর্যায়েই ছিল। তাই মানুষের মত দেখতে এবং চালচলন না হলেও, হেন কোনো কাজ নেই যা মানুষ পারে শিম্পাঞ্জি পারেনা।

আর এবার সেটাই ফের প্রমাণ করে দিল এক শিম্পাঞ্জি বাবাজি। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির পোষ্য কুকুরকে যেভাবে তার প্রভু আদরে যত্নে স্নান করায়, ঠিক সেইভাবেই দুটি শিম্পাঞ্জি পোষ্য কুকুরটিকে মানুষের সাথে পাল্লা দিয়ে সাবান ঘষে স্নান করিয়ে দিচ্ছে। কুকুরটিও মহানন্দে স্নান করছে। এই মজার ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটবাসী।

কমেন্টবক্সেও উঠে এসেছে সুন্দর সুন্দর মন্তব্য। কেউ লিখেছেন, “সত্যি ভগবানের সৃষ্টি, কত আদরে যত্নে কুকুরটিকে স্নান করাচ্ছে শিম্পাঞ্জি “। কেউ আবার মজা করে লিখেছেন, ” কুকুরটি খুবই ভদ্র, তাই তিনজন মিলে স্নান করানোতেও আপত্তি জানাচ্ছেনা”। আবার কেউবা লিখেছেন, “মানুষের থেকে পশুদের অনুভূতি অনেক বেশি”। ইতিমধ্যেই এই ভিডিওতে রিয়্যাকশন পড়েছে প্রায় ৬৯৫ হাজার,ভিউস ছুঁয়েছে ১৭ মিলিয়ন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥