• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটবেলার কিউট দুই বোনই এখন বলিপাড়ার হট বোম্ব! দেখুন তো এই অভিনেত্রীদের চিনতে পারেন কি না?

Published on:

Childhood Photos of Malaika Arora and Amrita Arora are almost unrecognizable

তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় জীবন সবকিছু নিয়েই অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই পছন্দের তারকার জীবনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে কৌতূহল বরাবরই থাকে অনুরাগীদের। আর বলিউড তারকাদের ক্ষেত্রে এই বিষয়টা চোখে পড়ে একটু বেশিই। ইদানিং সোশ্যাল মিডিয়ার দৌলাতে মাঝেমধ্যেই ভাইরাল হয় তারকাদের জীবনের নানান টুকরো ছবি।

যা প্রকাশ্যে আসা মাত্রই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তেমনই সোশ্যাল  মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউডের দুই হট ডিভা তথা দুই জনপ্রিয় অভিনেত্রীর খুদে বয়সের ছবি। যাঁরা সম্পর্কে দুই বোন। কিন্তু তাঁদের ছোটবেলার সেই মিষ্টি ছবি গুলি দেখে কেউই  চিনে  উঠতে পারছেন না তাঁদের।

Bollywood,বলিউড,Actress,অভিনেত্রী,Childhood Photo,ছোটবেলার ছবি,Malaika Arora,মালাইকা অরোরা,Amrita Arora,অমৃতা অরোরা,Viral Photo,ভাইরাল ছবি

সকলেরই মনে হচ্ছে ‘চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছি না!’ তাঁদের চিনতে গিয়ে ইতিমধ্যেই অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন অনেকে। আসলে বলিউডের এই দুই  জনপ্রিয় অভিনেত্রী ছোটবেলায় যতটা কিউট ছিলেন এখন বড় হয়ে ঠিক ততটাই সুন্দরী হয়ে গিয়েছেন।

Bollywood,বলিউড,Actress,অভিনেত্রী,Childhood Photo,ছোটবেলার ছবি,Malaika Arora,মালাইকা অরোরা,Amrita Arora,অমৃতা অরোরা,Viral Photo,ভাইরাল ছবি

দুজনেই মডেলিং এর সাথে যুক্ত থাকার পাশাপাশি সারাক্ষণই থাকে সংবাদের শিরোনামে। বড় বোন এখনও  অভিনয় জগতে শুধু যুক্ত থাকলেও ছোট বোন বেশ কিছুটা দূরে সরে গিয়েছেন এই বিনোদন জগত থেকে। যদিও তাঁকে নিয়েও সরগরম থাকে পেজথ্রির পাতা। চর্চা চলতে থাকে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও।

Bollywood,বলিউড,Actress,অভিনেত্রী,Childhood Photo,ছোটবেলার ছবি,Malaika Arora,মালাইকা অরোরা,Amrita Arora,অমৃতা অরোরা,Viral Photo,ভাইরাল ছবি

ছবির এই দুই  খুদের মধ্যে যিনি বড় বোন তিনি আবার বিভিন্ন রিয়ালিটি শোয়ের বিচারকের আসনেও বসে থাকেন। যদি এখনও কেউ বুঝতে না পারেন এখানে কাদের কথা বলা হচ্ছে তাহলে তাঁদের জন্য  শেষে এটাই বলতে পারি  এই দুই বোনের মধ্যে বড় জন একসময় ছিলেন সালমান খানের পরিবারের সদস্যদের মধ্যে একজন।

Bollywood,বলিউড,Actress,অভিনেত্রী,Childhood Photo,ছোটবেলার ছবি,Malaika Arora,মালাইকা অরোরা,Amrita Arora,অমৃতা অরোরা,Viral Photo,ভাইরাল ছবি

যদিও সম্পর্ক ভেঙে বেরিয়ে এসে এখন তিনি সম্পর্কে রয়েছেন বয়সে ছোট এক বলিউড অভিনেতার সাথে। খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতেও বসবেন তাঁরা। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে মালাইকা আরোরা (Malaika Arora) এবং তার বোন অমৃতা আরোরা (Amrita Arora) প্রসঙ্গে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥