• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই বয়সেই অয়ন্যার বাড়িতে এল নতুন সদস্য! ছোট পর্দার কমলার সাফল্যে উচ্ছসিত ভক্তরা

Published on:

Child artist Komola actress Ayonya Chatterjee buy a new car

বাংলা বিনোদন জগতে দারুন সফল একজন জনপ্রিয় শিশু শিল্পী (Child Artist) হলেন অয়ন্যা চ্যাটার্জী (Ayonya Chatterjee)।  যদিও বর্তমানে তিনি ছোট পর্দার দর্শকদের কাছে কমলা (Komola) নামেই বেশি পরিচিত। এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithwiraj) -এ নায়িকা কমলার চরিত্রে অভিনয় করছেন তিনি।

এই অল্প বয়সেই কমলা চরিত্রে তাঁর সাবলীল অভিনয়। মন জয় করে নিয়েছে দর্শকদের।  এই বয়সে এত পরিণত অভিনয় দেখে অয়ন্যার প্রশংসা করেছেন অনেক বর্ষীয়ান সহ শিল্পীরাও। প্রসঙ্গত এই প্রজেক্টের আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অনন্যা। বিশেষ করে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় মেগা সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’তে মা সারদার ছোটবেলার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serilal,অয়ন্যা চ্যাটার্জী,Ayanna Chatterjee,কমলা,Komola,স্টার জলসা,Star Jalsha,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithwiraj,নতুন গাড়ি,New Car,শুভেচ্ছা,Congratulation,অনুরাগী,Fans,সোশ্যাল মিডিয়া,Social Media

পরবর্তিতে একই চ্যানেলে ‘বোধিসত্তর বোধবুদ্ধি’তে সৃজিতা চরিত্রে অভিনয় করেও নজর কেড়েছিলেন অয়ন্যা। তবে শুধু ছোট পর্দাতেই নয়, ছোট পর্দার কমলা ইতিমধ্যেই পা রেখেছেন বড় পর্দাতেও। মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’ সিনেমাতে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সাথে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি।

শুধু তাই নয়, এতটুকু বয়সেই অয়ন্যা পাড়ি জমিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রিতেও।  জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর অভিনীত ‘ব্রাউন’ নামের ওয়েব সিরিজেও একজন গুরুত্বপূর্ণ শিশুশিল্পীর  চরিত্রে অভিনয় করে ফেলেছেন তিনি। আর এবার এই মিষ্টি নাই অভিনেত্রী মুকুটে জুড়েছে আরো এক নতুন সাফল্যের পালক।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serilal,অয়ন্যা চ্যাটার্জী,Ayanna Chatterjee,কমলা,Komola,স্টার জলসা,Star Jalsha,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithwiraj,নতুন গাড়ি,New Car,শুভেচ্ছা,Congratulation,অনুরাগী,Fans,সোশ্যাল মিডিয়া,Social Media

ছোট বয়সেই বিরাট সফলতার সাথে সাথে এক নতুন অধ্যায়ে পা রেখেছেন অভিনেত্রী। সদ্য নিজের গাড়ি কিনেছেন ছোট পর্দার কমলা। মেয়ের জীবনের এই এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন তার মা। কমলার নতুন গাড়ি কেনার ছবি দেখে কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অসংখ্য অনুরাগী।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serilal,অয়ন্যা চ্যাটার্জী,Ayanna Chatterjee,কমলা,Komola,স্টার জলসা,Star Jalsha,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithwiraj,নতুন গাড়ি,New Car,শুভেচ্ছা,Congratulation,অনুরাগী,Fans,সোশ্যাল মিডিয়া,Social Media

তবে শুধু অনুরাগীরাই নয় এদিন অয়ন্যার গাড়ি কেনার ছবি দেখে কমেন্ট করেছেন তাঁর অনস্ক্রিন মাসি অর্থাৎ টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীও। শুভেচ্ছা জানিয়েছেন অনস্ক্রিন শ্বাশুড়ী গীত রায়ও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥