• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সীমাহীন বন্ধুত্বের নজির! প্রতিবন্ধকতা সত্ত্বেও বেস্ট ফ্রেন্ড এক কুকুরছানা ও পায়রা

Published on:

Unique Puppy Pegion Friendship

আজকাল অনেক ভিডিও ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়াতে। তাদের মধ্যে অনেক কিছুই থাকে দেখার মত। কখনো মানুষ তো কখনো পশু পাখিদের আজব সব কান্ড করাখানা দেখা যায় এই ভিডিওগুলির মাধ্যমে। বিশেষত পশু পাখিদের কাজ সত্যি আজব হয়। কখন কার সাথে যুদ্ধে লেগে পরে তো আবার বাস্তবেই কখনো বাঘে গরুতে একসাথে জল খায়। এই ধরণের ভিডিও গুলি দেখলে মন ভালো হয়ে যায়।

Unique Puppy Pegion Friendship

পশুপাখিদের বন্ধুত্বের নানান ভিডিও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে। কিছুদিন আগে খুদে হাতির সাথে বন্ধুত্ব পাতিয়েছিলো এক জেব্রা। যেটা ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। ইন্ডিয়ান ফরেস্ট রিসার্ভ অফিসার সুশান্ত নন্দ নিজে সেই ভিডিও শেয়ার করেছিলেন।

Unique Puppy Pegion Friendship

সম্প্রতি আবারো এক বন্ধুত্বের নিদর্শনের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যা দেখে সত্যি মন ভালো হয়ে যায়। আকাশ ও পাতালের বন্ধুত্বের মতি খানিকটা নজির গড়েছে এই দুই প্রাণীর বন্ধুত্ব। হারমান ও লুন্ডি নামের এক পায়রা (Pegion) ও কুকুরছানা (Puppy)। কুকুরছানাটি চিহুয়াহুয়া (Chihuahua) প্রজাতির। লুন্ডি নামের ছোট্ট কুকুরছানাটি হাটতে পারে না। এদিকে হারমান নামের পায়রাটি আবার উড়তে পারে না।

Unique Puppy Pegion Friendship

নিউ ইয়র্কের এক সংস্থা মিয়া ফাউন্ডেশনে একত্রিত হয়েছিল দুজনে। এই সংস্থাটি অসহায় প্রাণীদের খুঁজে তাদের যত্ন করে ও তাদের পুনর্বাসিত করার চেষ্টা করে। দুজনকেই শারীরিকভাবে প্রতিবন্ধী অবস্থায় পাওয়া গিয়েছিল। বহু দিন আগেই হারমান নামের পায়রাটিকে উদ্ধার করেছিল এই সংস্থা। উদ্ধারের কিছুদিনের মধ্যেই বোঝা গিয়েছিল উড়তে পারে না হারমান। এরপর লুন্ডি নামের কুকুরটিকেও উদ্ধার করে এই সংস্থাটি। সেও মেরুদণ্ডে চোট পাওয়ার কারণে হাটতে পারে না।

Unique Puppy Pegion Friendship

মজার বিষয় হল দুজনকে একসাথে রাখা হলে একেঅপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে দুজনে। সারাদিন ধরে খুনসুটিতে মত্ত থাকে দুই বন্ধু। দুজনে দুজনকে প্রষ্টোম দেখাতে এতটাই পছন্দ করেছিল যে একেঅপরকে জড়িয়ে ধরেছিল। পায়রা ও কুকুরছানার এই বন্ধুত্বের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তা মন নিতে নিয়েছে  নেটিজেনদের। দুজনের বন্ধুত্বের বিয়েও ব্যাপক ভাইরাল হয়ে পরে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥