• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডিমে তা দেওয়া ছেড়ে বিড়ালছানা আগলাচ্ছে মমতাময়ী মুরগী, ভিডিও শেয়ার হতেই কাড়ল নেটিজেনদের মন

Updated on:

Chicken keeping little cats warm viral video

মায়ের মমতার কোনো তুলনায় হয় না, এই কথাটা কেউই অস্বীকার করতে পারবে না। আর মা বলতে যে শুধুমাত্র মানুষের কথা বলা হয়েছে তা কিন্তু একেবারেই নয়। পৃথিবীর সমস্ত জীবন্ত প্রাণীর মায়েরাই একইরকম মমতাময়ী হয় নিজেদের সন্তানদের প্রতি। এমন বহুবার দেখা গিয়েছে যে নিজের সন্তান না হলেও অন্যের সন্তানকে আগলে রেখেছে অন্য প্রাণীরা।

সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে রোজ হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে পরে। যেখানে কখনো মজার ভিডিও তো কখনো অবাক করে দেবার মত ভিডিও ভাইরাল হয়ে পরে। আবার এমন কিছু ভিডিও থাকে যেটা দেখলেই চোখ আটকে যায় আর মনটা ভালো হয়ে যায়। সম্প্রতি এমনই এই ভিডিও নেটিজেনদের দৌলতে ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। যেখানে মমতাময়ী এক মুরগিকে দেখা যাচ্ছে।

ভাইরাল ভিডিও,Viral Video,বিড়ালছানার ভিডিও,মুরগির কাছে আশ্রয় বিড়ালছানার,Little Cats Video,Cute Cats Video

ভিডিওতে দেখা যাচ্ছে ক্রেটের মধ্যে বসে আছে একটি মুরগি। প্রাথমিকভাবে দূর থেকে দেখে মনে হচ্ছে ডিমে তা দিচ্ছে মুরগিটি। তবে কাছে গিয়ে মুরগিটিকে তুলতেই দেখা গেল একমন কেড়ে নেবার মত দৃশ্য। ডিম নয় বরং তিন তিনটি বিড়াল ছানাকে নিজের কাছে আশ্রয় দিয়েছিল মুরগিটি।

মুরগিটিকে তুলে ধরতেই একে একে মাথা বের করে মিউ মিউ করছে বেড়াল ছানারা। আসলে শীতের সময়ে হয়তো ঠান্ডা লাগছিলো ওদের। তাই গরম আশ্রম খুঁজতে গিয়ে মুরগির কাছেই আশ্রয় নিয়েছিল তারা। এতে অবশ্য কোনো আপত্তি করেনি মুরগিটি। ঠিক যেমন নিজের সন্তান অর্থাৎ ডিম তা দেয়, তেমনই গরম করে রেখেছিল বিড়াল ছানাদের।

মন ভালো করে দেবার মত এই দৃশ্য মোবাইলের ক্যামেরায় রেকর্ড করে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। আড়াই কোটিরও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। আর ভিডিও দেখে অনেকেই কি কিউট বলে মন্তব্য করেছেন। ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ্য ছুঁই ছুঁই ভিডিওতে লাইকের সংখ্যা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥