• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেটপাড়ায় ভাইরাল ‘পুষ্পা’র গান ‘Srivalli’ দেখে আল্লু অর্জুনের স্টাইলে নাচছে মুরগিও, দেখুন ভিডিও

কিছুদিন আগে রিলিজ হয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) ছবি ‘পুষ্পা (Pushpa)’। রিলিজের পর থেকেই সুপারহিট ছবিটি। করোনার জেরে একাধিক সিনেমা দর্শক হারালেও পুষ্পা আলাদাই মেজাজে রয়েছে। ইতিমধ্যেই ২৫০ কোটি পেরিয়েছে সিনেমার বক্স অফিস কালেকশন। আর ছবির প্রতিটি গান চরম ভাইরাল (Viral) হয়ে পড়েছে সর্বত্র। যার মধ্যে রয়েছে, ‘শ্রীভাল্লি (Srivalli)’ থেকে ‘স্বামী (Sami)’ সহ বাকি গানও।

ভাইরাল হওয়া শ্রীভাল্লি গানে রিল ভিডিও বানিয়ে অনেকেই শেয়ার করতেও শুরু করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তবে সম্প্রতি এক বিশেষ রিল ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে। মানুষ তো বটেই এবার পুষ্পার গানে বেসামাল মুরগিও (Chicken)। অন্তত ভিডিও দেখে তো তাই মনে হচ্ছে।

   

Viral Video,Chicken Dancing on Allu Arjun Style,ভাইরাল ভিডিও,মুরগির নাচ,আল্লু অর্জুন,পুষ্পা,Srivalli,Chicken Dancing on Srivalli song

ভিডিওতে প্রথমেই দেখা যাচ্ছে একটি মুরগিকে মোবাইলে পুষ্পার ‘Srivalli’ গানের ভিডিওটি দেখানো হচ্ছে। আর মুরগিটিও সেই ভিডিওটি দেখছে। এরপর ঠিক যেমন আল্লু অর্জুন পুষ্পা ছবিতে হাঁটছিলো তেমনি করে হাটতে দেখা যাচ্ছে মুরগিটিকে। দুটি ঘটনার ভিডিও রেকর্ড করে একত্রে করে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে।

আসলে মানুষেরা সুপারস্টারদের কপি করে সেটা অনেকেই জানে। তবে মুরগীরাও যে এমনভাবে আল্লু অর্জুনের স্টাইলে ফিদা হয়ে যাবে সেটা এই প্রথম দেখা গেল। ভিডিওটি শেয়ার হবার পর থেকেই ইতিমধ্যেই হাজারো মানুষ সেটি দেখে ফেলেছেন। বেশিরভাগই ভিডিও দকেহে হেসে গড়াগড়ি খেয়েছেন।

প্রসঙ্গত, ভিডিওটি মজার হলেও হয়তো কোনো কারণে পায়ে চোট পেয়েছে মুরগিটি সেই কারণেই এভাবে হাঁটছিলো সে। তবে দুটি আলাদা আলাদা ঘটনা জুড়ে মজার জন্যই এমন একটি ভিডিও বানানো হয়েছে বলেই মনে করা হচ্ছে। আর ভিডিও দেখে যে নেটিজেনরা ভালোই মজা পেয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

site