ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিন হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। এই ভাইরাল ভিডিওগুলোর মধ্যে যেমন হাসি মজার ভিডিও রয়েছে তেমনি রয়েছে অদ্ভুত ও ভয়ঙ্কর কিছু ভিডিও। কখনো কোনো প্রাঙ্ক ভিডিও ভাইরাল হয় যা দেখে হাসি পেয়ে যায়। কখন যে কি ভাইরাল হয়ে পরে বোঝা মুশকিল। কখনো দাদুর ‘টুম্পা সোনা’ গানে নাচ তো আবার কখনো হাতি ও জেব্রার বন্ধুত্বের ভিডিও ভাইরাল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে।
কিছু মানুষ নিজের প্রতিভার ভিডিও শেয়ার করেন যা ভাইরাল হয়ে পরে। আবার মাঝে মধ্যেই ভয়ংকর সব পশুদের তুমুল লড়ায়ের ভিডিও ভাইরাল হয় যা দেখলে গা শিউরে উঠতে বাধ্য। আসলে সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও শেয়ার করলে তা সহজেই অল্প সময়ে বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। আর ভিডিও সকলে দেখতে শুরু করলেই তা হয়ে যায় সুপার ভাইরাল।
সম্প্রতি একটি চিতা (Cheetah) বাঘের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমরা সকলেই জানি যে চিতা বাঘ হল একটি হিংস্র প্রাণী, কিন্তু ভিডিওতে ঠিক তার উল্টোটা দেখতে পাওয়া গেছে। ভয় দেখানো বা কোনো ক্ষতি করা তো দূরের কথা, পথচলতি মানুষদের সাথে খেলা করতে দেখা গেছে চিতা বাঘটিকে। আর মানুষেরাও দিব্যি খেলা করছেন তার সাথে, তাঁরা বুঝতেই পেরেছেন যে চিতাবাঘটি বাড়ির পোষ্যদের মতোই তাঁদের সাথে খেলা করতে চাইছে।
অনেকেই রাস্তায় নেবে চিতাবাঘটির সাথে ভিডিও বানিয়েছেন। ঘটনাটি ঘটেছে তির্থন ভ্যালি কুলু, হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। এই অদ্ভুত দৃশ্যের ভিডিওটি এক ব্যক্তি রেকর্ড করে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। আর তার এই ভিডিও শেয়ার হবার পর থেকেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই প্রায় ১৫ হাজারেরও বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে।
This heart rending recent video clip is from Tirthan Valley in Kullu #HimachalPradesh. Driven out of its habitat by a fire, this hungry leopard is pleading for a loaf of meat but most people are busy filming or enjoying. @ParveenKaswan @susantananda3 @SudhaRamenIFS may elucidate. pic.twitter.com/LWfwkxFXlQ
— Sanjeev Gupta (@sanjg2k1) January 15, 2021