• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ফুকরে’ গানে দেদার ভাঙরা নাচলেন ‘চরিত্রহীন’ খ্যাত কিরনময়ী! তুমুল ভাইরাল ভিডিও

Published on:

Naina Ganguly Charitraheen

টলিউড (Tolywood) বর্তমান প্রজন্মের যেসকল নায়িকা দর্শককুলের মনে ঝড় তুলতে ওস্তাদ, তাদের মধ্যে নিঃসন্দেহে বেশ জনপ্রিয় নয়না গাঙ্গুলী (Naina ganguly)। ওটিটি মঞ্চ হোক বা ইনস্টাগ্রাম, মাঝেমধ্যেই তাঁর হট অবতারে বিষম খান বাঙালি পুরুষরা।

নয়না গাঙ্গুলী Naina Ganguly

দক্ষিণী ছবি হোক বা টলিউড, দুর্দান্ত নৃত্যক্ষমতা ও আবেদনময়ী চাহনির কারণে বারেবারেই শিরোনামে উঠে আসেন নয়না। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব-সিরিজ ‘চরিত্রহীন'(charitraheen)-এ কিরনময়ী (kiranmayee) অভিনয়ের দরুণ তিনি উঠে আসেন খবরে। সুঠাম ও সতেজ শরীরের কারণে নয়না প্রায়শই থাকেন লাইমলাইটে।

নয়না গাঙ্গুলী Naina Ganguly

সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় নয়না, প্রায়শই নিজের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর তার এক একটি ছবি যেন বোমার মত পড়ে সোশ্যাল মিডিয়াতে।নয়নার বোল্ড ছবিতে শীতকালেও উষ্ণতার পারদ চড়ে নেটপাড়ায়। কখনো ট্রান্সপারেন্ট সাদা পোশাক আর অন্তর্বাস তো কখনো ওয়েস্টার্ন পোশাকে হট লুকস নিয়ে হাজির হন অভিনেত্রী।

 

তবে এবার এক্কেবারে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন নয়না। নীল কামিজ আর পাতিয়ালা পরে ‘ফুকরে’ গানে দেদার ভাঙরা নাচলেন অভিনেত্রী। ক্যাপশানে লিখলেন ‘ফাঁকিবাজি একটি আর্ট আর এই নাচে তিনি আর্টিস্ট’। নয়নার ভক্তদের যদিও এইটুকুতে মন ভরেনি, তা কমেন্টে স্পষ্টই জানিয়েছে কিরনের অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥