• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গ্রীষ্মে ভোটের আবহে গেরুয়া বিকিনিতে উষ্ণতা ছড়ালেন বিজেপির চান্দ্রেয়ী! ভাইরাল ছবি

মার্চের গরমের মাঝেই বাজছে ভোটের দামামা। সবমিলিয়ে বাংলার রাজ্য-রাজনীতিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সেই উত্তাপ যেন আরও কয়েকধাপ বাড়িয়ে দিলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ (Chandrayee Ghosh)। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন গেরুয়া বিকিনি পরে। যদিও রঙের মাধ্যমে কোনো বিশেষ রাজনৈতিক পক্ষের দিকে ইঙ্গিত করলেন কি চান্দ্রেয়ী? এ প্রশ্নের উত্তর অধরা।

চান্দ্রেয়ী ঘোষ Chandrayee Ghosh

   

গত কয়েক মাসে মিলেমিশে একাকার হয়ে গেছে দলবদলের আর দিনবদলের রাজনীতি। প্রায় গোটা টলিউডই নাম লিখিয়েছে কোনো না কোনো রাজনৈতিক পক্ষে। তৃণমূল কংগ্রেসের দল ভারী করে নাম লিখিয়েছেন দীপঙ্কর দে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, সৌরভ দাস, ভরত কল, অদিতি মু্ন্সি, রণিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যের মত তারকারা। স্বাভাবিকভাবেই টলিযোগাযোগের কারণে জোড়াফুল শিবির যে শক্তিশালী, তা স্পষ্ট সাম্প্রতিক তথ্যেই।

চান্দ্রেয়ী ঘোষ Chandrayee Ghosh

অপরদিকে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকার। পাশাপাশি বিজেপিতে যোগ দিতে চলেছেন তনুশ্রী চক্রবর্তীর, এমন জল্পনাও শোনা যাচ্ছে টলিমহলে। এহেন পরিস্থিতিতে স্যুইমিং পুলের পাশে গেরুয়া বিকিনি পরে যেরকম হট ফটোশুট সারলেন চান্দ্রেয়ী, তাতে পোশাকের রঙের মাঝে রাজনৈতিক রঙ খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।

চান্দ্রেয়ী ঘোষ Chandrayee Ghosh

যদিও রাজনীতির ময়দানে নামার বিষয়ে সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন চান্দ্রেয়ী। সিনেমা, ওয়েব সিরিজ হোক বা টেলিভিশন, তিন মাধ্যমেই চুটিয়ে অভিনয় করছেন নায়িকা। সম্প্রতি হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘চিনি’, সেখানে মনোবিদের ভূমিকায় দেখা যায় তাঁকে। হট অবতার হোক বা নানাবিধ চরিত্রে অভিনয়, সবকিছুতেই বেশ এগিয়ে চান্দ্রেয়ী।

চান্দ্রেয়ী ঘোষ Chandrayee Ghosh

রাজনৈতিক যোগাযোগের জল্পনা উড়িয়ে নেটিজেনদের একাংশ মুগ্ধ নায়িকার এহেন উষ্ণ ছবিতে। নানা প্রশংসায় উপচে উঠছে কমেন্টবক্স। যদিও পাশাপাশি গেরুয়া রঙের বিকিনিকে ঘিরে অনেক নেটিজেনের মন্তব্যেই ধরা পড়েছে কটাক্ষের সুর। সূত্রের খবর, অভিনেত্রীর ছবিটি তুলেছেন ইন্দ্রনীল ঘোষ। মেকআপ ও চুলসজ্জার দায়িত্বে ছিলেন রাজদীপ ও রীনা।

site